E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আনসার ভিডিপি কর্মকর্তার বিরুদ্ধে প্রশিক্ষণের অর্থ আত্মসাতের অভিযোগ

২০১৭ ডিসেম্বর ২১ ১৭:২৬:১৭
আনসার ভিডিপি কর্মকর্তার বিরুদ্ধে প্রশিক্ষণের অর্থ আত্মসাতের অভিযোগ

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালী মির্জাগঞ্জে আনসার ও ভিডিপির ট্রেনিংয়ের অর্থ আত্মসাৎ করার অভিযোগ উঠেছে উপজেলা আনসার ও ভিডিপির ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার সকালে ডোকলাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রশিক্ষন শেষে প্রশিক্ষনার্থীদের মধ্যে ভাতা বিতরণকালে এ ঘটনা ঘটে।

এছাড়াও ভারপ্রাপ্ত আনসার ভিডিপি কর্মকর্তা মোসাম্মৎ নাজমা বেগমের বিরুদ্ধে আনসার নিয়োগ,ট্রেনিং ও নির্বাচন কালীন আনসারদের ডিউটির টাকা কম দেওয়াসহ বিভিন্ন অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে গত বছর ২২ এপ্রিল মির্জাগঞ্জ উপজেলা পরিষদ মাঠে ওই কর্মকর্তার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে আনসার ও ভিডিপির লোকজন। তারপরও কোন নিয়মনীতিকে তোয়াক্কা না করে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ক্ষমতার
প্রভাব খাটিয়ে তিনি নানা অনিয়ম করে যাচ্ছেন অনায়াসে।

প্রশিক্ষনার্থীরা অভিযোগ করে জানায়, মির্জাগঞ্জ উপজেলার দেউলী সুবিদখালী ইউনিয়নের ডোকলাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা আনসার ও ভিডিপির আওতায় ১০ দিনব্যাপী ৬৪ জন প্রশিক্ষণার্থী নিয়ে গ্রাম আনসার প্রশিক্ষন শুরু হয় ৩ ডিসেম্বর। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার ডোখালাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রশিক্ষন শেষে প্রশিক্ষনার্থীদের মধ্যে সনদ বিতরন ও ভাতা প্রদান করা হয়।

জনপ্রতি প্রশিক্ষনার্থীকে দৈনিক ৯০ টাকা করে ৯শত টাকা ভাতা প্রদান করার কথা থাকলেও তিনি তা না দিয়ে ৩৫০ থেকে ৪৫০ টাকা করে ভাতা বিতরণ শরু করেন। ভাতার টাকা কম দেওয়া নিয়ে প্রশিক্ষণার্থীদের সাথে এক পর্যায়ে নাজমা বেগমের সাথে তর্কাতর্কী শুরু হলে ওই বিদ্যালয়ের শিক্ষকগণ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন এবং বাকী টাকা উপজেলা আনসার ভিডিপির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোসাঃ নাজমা বেগম আত্মসাৎ করছেন বলে জানান প্রশিক্ষণার্থীরা।

প্রশিক্ষণ নিতে আসা প্রশিক্ষনার্থী মোসাম্মৎ রেজভী আক্তার বলেন, প্রশিক্ষন শেষে প্রত্যেকতে ৯শত টাকা করে দেওয়ার কথা ছিল কিন্তু আমাদের দেওয়া হয়েছে ৪২০ টাকা করে এবং মোসাম্মৎ আমেনা বেগম ৪১০ টাকা, ফেরদৌসি বেগমকে দেওয়া ও সবুজকে হয়েছে ৩৫০ টাকা করে। এভাবেই ৬৪ জনের মাঝে কম টাকা বিতরন করা হয়েছে।

এ ব্যাপারে উপজেলা আনসার ভিডিপির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোসাম্মৎ নাজমা বেগম বলেন, আমি টাকা কম দিয়েছি তাতে আপনাদের কি?। জেলা অফিসারের সাথে কথা বলেন।

পটুয়াখালী জেলা আনসার ভিডিপির কর্মকর্তা শেখ ফিরোজ হোসেন বলেন, প্রতিজন প্রশিক্ষানার্থীদের মাঝে ৯ শত টাকা দেওয়ার কথা কিন্ত আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকে শেয়ার হিসেবে১শত টাকা কেটে রাখা হয়েছে। প্রত্যেকে বাকি ৮শত টাকা করে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ওই কর্মকর্তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। যদি কম দিয়ে থাকে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

(ইউজি/এসপি/ডিসেম্বর ২১, ২০১৭)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test