E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কলাপাড়ায় কৃষককে হত্যা, আটক ২

২০১৪ জুলাই ০৩ ১৫:১৪:২০
কলাপাড়ায় কৃষককে হত্যা, আটক ২

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : সন্ত্রাসের জনপদ হিসেবে খ্যাত পটুয়াখালীর কলাপাড়ার চাকামইয়া ইউনিয়ন আবার অশান্ত হয়ে উঠেছে। বুধবার রাতে সশস্ত্র সন্ত্রাসীরা আ. কাদের হাওলাদার (৬৫) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করে লাশ খালে ভাসিয়ে দিয়েছে।

খবর পেয়ে রাতেই পুলিশ নিশানবাড়িয়া খাল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করে। মাছের ঘের দখলকে কেন্দ্র করে গত দুইসপ্তাহ ধরে আওয়ামী লীগ নেতা বদু তালুকদার ও মোখলেছুর রহমান গ্রুপের মধ্যে চলা দফায় দফায় সংঘর্ষের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে পুলিশ জানান। পুলিশ এ ঘটনায় আওয়ামীলীগ নেতা বজলুর রহমান বদু তালুকদার ও আলামিন নামে এক যুবককে আটক করেছে। নিহত কাদের মোখলেছুর রহমানের বড় ভাই।

নিহতের স্বজনরা জানান, ঘটনার দিন রাতে কাদের হাওলাদার বাজার থেকে নিশানবাড়িয়া গ্রামর বাড়িতে যাওয়ার পথে একদল সশস্ত্র সন্ত্রাসী তার

উপর অতর্কিত হামলা চালায়। সন্ত্রাসীরা তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে হত্যা করে। এক পর্যায়ে তার লাশ খালে ফেলে দেয়। বদু তালুকদারের সন্ত্রাসী বাহিনী এ হামলার সাথে জড়িত বলে তারা জানান।

গত ২৬ জুন রাতে নিশানবাড়িয়া গ্রামে মাছের ঘের দখলকে কেন্দধ করে বদু তালুকদার ও মোখলেছুর রহমান গ্রুপের মধ্যে সংঘর্ষকে কেন্দ্র করে বদু তালুকদারের ছেলে ছাত্রলীগ নেতা সালাউদ্দিনের রগ কর্তনের ঘটনায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা ধারনা করছেন। এ ঘটনায় এখন গোটা এলাকায় উত্তেজনা বিরাজ করছে। একাধিক গ্রামবাসী জানান, দুই গ্রুপই বিভিন্ন স্থানে সশস্ত্র অবস্থান নেয়ায় যেকোন সময়ে আবারও বড় ধরনের হামলা ও হতাহতের ঘটনা ঘটতে পারে।

কলাপাড়া থানার এসআই বাদল জানান, হত্যাকাণ্ডের ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে। যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ প্রস্তুত রয়েছে বলে তিনি।
(এমকেআর/এএস/জুলাই ০৩, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test