E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘শিক্ষা নিয়ে গড়বো দেশ মুক্তিযুদ্ধের বাংলাদেশ’

২০১৭ ডিসেম্বর ২২ ১৪:৫৮:৫৮
‘শিক্ষা নিয়ে গড়বো দেশ মুক্তিযুদ্ধের বাংলাদেশ’

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : জাতি গঠনে শিক্ষার অবদান অপরিসীম। বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শিক্ষিত তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। মুক্তিযুদ্ধের চেতনায় ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করতে মেধাবীদের অগ্রনী ভূমিকা পালন করতে হবে । 

আজ শুক্রবার ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ বিশ্বেশ্বরী পাইলট উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তি অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারন-অর-রশিদ একথা বলেন ।

সকালে নিবন্ধন শেষে হাতি,ঘোড়ার গাড়ি, ফ্যাস্টুন ব্যানারে সজ্জ্বিত হয়ে অতিথি বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের অংশগ্রহণে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। জাতীয় সংগীতের পর বেলুন উড়িয়ে অনুষ্ঠান শুভ উদ্বোধন করা হয়। পরে আলোচনা সভা , স্মৃতি রোমন্থন, বিদ্যালয় ও অতিথি শিল্পীদের সমন্বয়ে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ।

বাংলা একাডেমির উপ-পরিচালক ড. আমিনুর রহমান সুলতানের সঞ্চালনায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও শতবর্ষপুর্তি অনুষ্ঠানের আহ্বায়ক আবুবকর সিদ্দিক দুলাল ভূঁইয়ার সভাপতিত্বে বিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ময়মনসিংহ-৯ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন,উপজেলা চেয়ারম্যান মাহ্মুদ হাসান সুমন, পৌর মেয়র আব্দুস ছাত্তার,যুগ্ম সচিব রেজাউল করিম বাবুল,উপজেলা নির্বাহী অফিসার মিতু মরিয়ম, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম ভূঞা মণি,শেফালী হামিদ,ডা. মৃণাল কুমার সরকার,আইনজীবি শাহ্ মঞ্জুরুল হক,ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল আলম খান,প্রধান শিক্ষক হাসিম উদ্দিন ও শতবর্ষ উদযাপন কমিটির সদস্য সচিব আহ্সান হাবিব জেবিন প্রমুখ ।

(এনআইএম/এসপি/ডিসেম্বর ২২, ২০১৭)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test