E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রায়পুরে মামলা থেকে রেহাই পেতে বাড়ি-ঘর লুটপাটের অভিযোগ

২০১৪ জুলাই ০৩ ১৫:৩২:০৬
রায়পুরে মামলা থেকে রেহাই পেতে বাড়ি-ঘর লুটপাটের অভিযোগ

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে বাঁশ কাটাকে কেন্দ্র করে জাহিদ হোসেন ভূইয়া (২৪) নামের এক ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে তার ডান হাতের কজ্বি কেটে নেয়ার মামলা থেকে বাচঁতে নিজের বাড়ী-ঘর ও আসবাবপত্র লুটপাট করার অভিযোগ পাওয়া গেলে মামলার প্রধান আসামী শিবির নেতা  মনিরের বিরুদ্ধে। ধারনা করা হচ্ছে, ছাত্রলীগ নেতার কব্জি কাটার স্বীকার পরিবারকে ফাঁসাতে মনির ও তার পরিবার এঘটনা ঘটায়। এ ঘটনাকে কেন্দ্র করে পুরো গ্রামে আতংক দেখা দেয়। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি গত মঙ্গলবার রাতে উপজেলার চরবামনীর মধ্যকলাকোপা এলাকার হাজিরহাট নামকস্থানে।

জানা গেছে, মধ্যকলাকোপা গ্রামের হাজিরহাট এলাকায় শিবির নেতা মনিরে বাড়ী-ঘর ও আসবাবপত্র কে বা কারা গত মঙ্গলবার রাতে লুটপাট করে নিয়ে যায়। এঘটনায় মনির মামলা থেকে রেহায় পেতে আহত ছাত্রলীগ নেতার পরিবারকে ফাসাঁনোর জন্য বিভিন্নভাবে অপপ্রচার করছে।
এলাকাবাসী জানান, চরবামনী গ্রামের মোতাহার হোসেন ভূইয়ার ছেলে ও ঢাকা গুলশানের এইউআইবি বিশ্ববিদ্যালয়ের বিবিএ শেষে বর্ষের ছাত্র জাহিদ গত ৩০মে একই এলাকার মজিবুল হকের ছেলে শিবির নেতা মনিরের এলাকায় বাঁশ কিনতে যায়। এসময় পূর্বশত্রুতার জের ধরে জাহিদকে ধারালো ছেনি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তার ডান হাতের কজ্বি কেটে দেয় শিবিরনেতা মনিরসহ কয়েকজন। এসময় জাহিদকে উদ্ধারে এগিয়ে আসলে একই এলাকার কিরন, শাহিন, শাহাদাত, মহিন ও রহমানসহ ৫জনকেও পিটিয়ে আহত করে। পরে স্থানীয় লোকজন জাহিদকে উদ্ধার করে রায়পুর-নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে অবস্থার অবনতি হওয়া ডাক্তার তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরন করে। বর্তমানে সে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন।এঘটনায় তার মা জাহেদা বেগম বাদী হয়ে মনিরসহ ৭জনকে আসামী করে থানায় মামলা করেন।
বৃস্পতিবার মামলার বাদি জাহেদা বেগম বলেন, তার ছেলেকে হত্যা চেষ্টায় ব্যার্থ হয়ে তার হাতের কব্জি কেটে নেয় শিবির নেতা মনিরসহ তার লোকজন। তারা ঘটনার পর থেকে মামলা প্রত্যাহারের হুমকি দিচ্ছে। ছেলে কব্জি কেটে নেওয়ায় আমাদের পুরো পরিবার মানুষিকভাবে বিধ্বস্থ। এখন তারা তাদের বাড়ী ঘর লুটপাট করে আমাদের বিরুদ্ধে উল্টো মামলা করার পায়তার করছে।
এঘটনায় অভিযুক্ত শিবিরের নেতা মনির পলাতক থাকায় তার বক্তব্য জানা যায়নি। তবে এঘটনা জাহিদের পরিবার ঘটিয়েছে বলে মনিরের পরিবার দাবি করেন।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মঞ্জুরুল হক আকন্দ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বাড়ী-ঘরের হামলা লুটপাটের ঘটনাটি রহস্যজনক। ধারনা করা হচ্ছে প্রতিপক্ষকে ফাঁসাতে এটি করা হয়েছে। বাদিকে মামলা প্রত্যাহারের হুমকি দিচ্ছে। এঘটনাটি পুলিশকে যানায়।
(এমআরএস/এএস/জুলাই ০৩, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test