E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কুমিল্লার রাজগঞ্জ বাজারকে ফরমালিন মুক্ত ঘোষণা

২০১৪ জুলাই ০৩ ১৫:৪০:৫৮
কুমিল্লার রাজগঞ্জ বাজারকে ফরমালিন মুক্ত ঘোষণা

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লায় ২ থেকে ৮ জুলাই পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ পালিত। এ উপলক্ষে সকাল ১০ টায় কুমিল্লা টাউন হলে সমাবেশ, আলোচনা সভা, সভা শেষে বর্ণাঢ্য র‌্যালি ও রাণীর দিঘীতে পোনা মাছ অবমুক্ত করা হয়। এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম মামুনুর রশিদ।

জেলা প্রশাসন ও জেলা মৎস্য দপ্তর কুমিল্লার যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৎস্য অধিদপ্তর চট্টগ্রাম বিভাগের উপ-পরিচালক একেএম সিদ্দিক। অন্যান্য অতিথিদের উপস্থিত ছিলেন কুমিল্লা আদর্শ সদরের উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ আবদুর রউফ, ডেপুটি সিভিল সার্জন ও জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক আলহাজ্ব ডা. মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী, জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আবদুল কুদ্দুস আকন্দ, জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আবদুল মজিদ, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা পবিত্র কুমার সাহা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এএসএম আবুল খায়ের, আদর্শ সদরের ইউএনও মোঃ হেলাল উদ্দিন প্রমুখ।

বৈজ্ঞানিক কর্মকর্তা সবিতা দেবীর উপস্থাপনায় বক্তব্য রাখেন প্রফেসর জিয়াউল ইসলাম জীবন, রাজগঞ্জ বাজার মৎস্য ব্যবসায়ী নেতা মোঃ ইয়াকুব আলী টুনু। পবিত্র কোরআন তেলাওয়াত করেন মোঃ মোস্তফা হাসান। এবারের আলোচ্য বিষয় ছিল ‘অন্ন বস্ত্র বাসস্থান-মাছ চাষে সমাধান’। আলোচনা সভায় সুধী সমাবেশে মৎস্য ব্যবসায়ী নেতাগণ ঘোষণা দেন যে, কুমিল্লা নগরীর রাজগঞ্জ বাজার ফরমালিন মুক্ত বাজার। এ ঘোষণা দেওয়ার সাথে সাথে মুহুর্মুহু করতালীতে মুখরিত হয়ে উঠে কুমিল্লা টাউন হল। অনুষ্ঠানে বক্তাগণ ফরমালিনের স্বাস্থ্যহানির মারাত্মক দিকগুলো তুলে ধরেন, ক্রেতা ও বিক্রেতার উপর এর প্রভাব, আইনী শাস্তি ও জরিমানা বাস্তবায়নসহ সবাইকে ফরমালিন বিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে আহ্বান জানান।

পাশাপাশি প্রান্তিক মৎস্য চাষীদের ব্যাংক ঋণ প্রদান, মহিলাদের মৎস্য চাষে উদ্বুদ্ধকরণ, অনাবাদি পুকুরে মাছ চাষ, বাজারে মৎস্য সংরক্ষণের বিকল্প ব্যবস্থাকরণ ইত্যাদি বিষয়ে আলোকপাত করেন। অনুষ্ঠানে যে স্লোগানগুলো দর্শকদের ও সুধী সমাজকে মুগ্ধ করে সেগুলো হলো- ‘করব মোরা মাছের চাষ, থাকব সুখে বার মাস’। ‘মাছে ভাতে গড় দেশ, গর্ব সোনার বাংলাদেশ’। ‘অন্ন বস্ত্র বাসস্থান, মাছ চাষে সমাধান’। ‘আর ধরো না জাটকা, ইলিশ খাবো টাটকা’। ‘রক্ষা করলে দেশী মাছ, পুষ্টি পাবে বার মাস’। ‘আবাদ করার আইলো দিন, টেংরা পুটি বাইলা শিং’।
(এইচকেজে/এএস/জুলাই ০৩, ২০১৪)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test