E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শ্যামনগরে তিন দিনব্যাপী জলবায়ু মেলার উদ্বোধন

২০১৭ ডিসেম্বর ২৪ ১৫:৪৫:৩২
শ্যামনগরে তিন দিনব্যাপী জলবায়ু মেলার উদ্বোধন

সাতক্ষীরা প্রতিনিধি : ‘জ্ঞান সহযোগীতা অংশ গ্রহণ জলবায়ূ পরিবর্তনের ঝুকি মোকাবেলায় স্থানীয় ক্ষমতায়ন’ এই স্লোগানকে সামনে রেখে আজ রবিবার সকালে শ্যামনগর উপজেলা চত্বরে তিন দিনব্যাপি জলবায়ূ মেলার উদ্বোধন করা হয়েছে।

অনুষ্ঠান শুরুতে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া পালকি,লাঠি খেলা ঢোল,তবলা,জাল,লাঙ্গলসহ রং বেরঙ্গের পোশাকে একটি র‌্যালি উপজেলা চত্বর থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্ত্বরে যেয়ে শেষ হয়। পরে পতাকা উত্তোলন, জাতীয় সংগীত ও দেশত্ববোধক গানসহ নাচের মধ্য দিয়ে প্রথম দিনের আলোচনা সভা শুরু হয়। সভায় প্রধান অতিধি হিসেবে সাদা পায়রা উড়িয়ে সাংসদ এস. এম. জগলুল হায়দার জলবায়ু মেলা ২০১৭ এর উদ্বোধন ঘোষণা করেন।

জলবায়ু পরিষদের সভাপতি উপাধ্যক্ষ মো. নাজিমুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান, শ্যামনগর উপজেলা চেয়ারম্যান মুহসিন উল মুলক, শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়ত মান্নান আলী, মুক্তিযোদ্ধা কমান্ডার দেবীরঞ্জন মন্ডল, সি.এস,আর.এল এর সাধারণ সম্পাদক জিয়াউল হক মুক্তা, বুড়িগোয়ালিনি ইউপি চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল, কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ। এছাড়া আইলা দুর্গত এলাকার ক্ষতিগ্রস্ত বাঘের আক্রমনে জখম মুন্সিগঞ্জের আতিয়ার রহমান, উপজেলার তালবাড়িয়া গ্রামের বিজলী বালা মণ্ডল ও গাবুরার মহসিন আলী তাদের করুন অভিজ্ঞতার কথা তুলে ধরেন।

মেলায় মেলে মাদুর ও লোকজ জ্ঞান, পিঠা পুলি পৌষ পার্বন, প্রযুক্তি গাছের পাঠশালা, মাটি ও জীবন, উপকুলের মৎস্যজীবীসহ ৩০টি স্টল বসে। স্টলে বিভিন্ন রকম গ্রাম বাংলার ঐতিহ্যব্হী খাবার পিঠা-পুলি, শাপলা ফুল, শালুক, ঢ্যাব, মাটির হাড়ি, মাটির তৈরি খেলনা, বিভিন্ন প্রজাতির ধান দেখা যায়। আরো ছিল নাগর দোলা।

আলোচনা সভা শেষে জারিগান, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, লোকনাট্য সাংস্কৃতিক অনুষ্ঠান, ও পুতুল নাচ অনুষ্ঠিত হয়।

দ্বিতীয় দিন সোমবার কুইচ প্রতিযোগিতা, জলবায়ু নিয়ে তারুণ্য সংলাপ, পুকুরে হাঁসধরা, হাডুডু, কবাডি, হাঁড়িভাঙা, সাংস্কৃতিক অনুষ্ঠ্না ও রাতে যাত্রাপালা বেইমান অনুষ্ঠিত হবে। তৃতীয় দিন মঙ্গলবার জলবায়ু পরিষদের গবেষণা লব্ধ ফলাফলের উপর কর্মশালা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানের সকল কার্যক্রম পরিচালনা করেন জলবায়ু পরিষদের সদস্য সচিব অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আশেক-ই-এলাহী।

(আরকে/এসপি/ডিসেম্বর ২৪, ২০১৭)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test