E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাজবাড়ীতে চরমপন্থী সংগঠনের কমান্ডার গ্রেফতার, অস্ত্র উদ্ধার

২০১৭ ডিসেম্বর ২৪ ১৫:৪৭:১৮
রাজবাড়ীতে চরমপন্থী সংগঠনের কমান্ডার গ্রেফতার, অস্ত্র উদ্ধার

দেবাশীষ বিশ্বাস, রাজবাড়ী : রাজবাড়ীতে অপহরণ ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামী এবং চরমপন্থী সংগঠন মাওবাদী বলশেভিক রি অরগানাইজেশন মুভমেন্ট (এমবিআরএম) এর আঞ্চলিক কমান্ডার ইদ্রিস ওরফে ল্যাংড়া ইদ্রিস (৬০) কে গ্রেফতার করেছে পুলিশ। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী একটি ওয়ানশুটার গান ও একটি কার্তুজ উদ্ধার করা হয়।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে জেলা সদরের বরাট ইউনিয়নের নবগ্রাম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে স্থানীয় ফজের ব্যাপারীর ছেলে।

রবিবার দুপুরে রাজবাড়ী সদর থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন ভূইয়া সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ইদ্রিস ওরফে ল্যাংড়া ইদ্রিস চরমপন্থী সংগঠন মাওবাদী বলশেভিক রি অরগানাইজেশন মুভমেন্ট (এমবিআরএম) এর আঞ্চলিক কমান্ডার। তার বিরুদ্ধে অপহরণ ও হত্যা মামলাসহ ৫টি মামলা রয়েছে। সম্প্রতি একটি হত্যা মামলায় সে ৯মাস জেল হাজতে থাকার পর জামিনে বের হয়ে আসে। তার বিরুদ্ধে দুটি মামলায় গ্রেফতারী পরোয়ানীজারী হলে শনিবার রাত সাড়ে ৮টার দিকে তাকে গ্রেফতার করা হয়। এক পর্যায়ে পুলিশের জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে তার হেফাজতে অবৈধ অস্ত্র রয়েছে। পরে রাত সাড়ে ১১টার দিকে নবগ্রাম মসজিদের পাশে একটি কাঠের স্তুপের মধ্যে থেকে একটি ওয়ান শুটার গান ও একটি কার্তুজ উদ্ধার করা হয়।

এ বিষয়ে রাজবাড়ী থানায় অস্ত্র আইনে ল্যাংড়া ইদ্রিসের বিরুদ্ধে আরো একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

(ডিবি/এসপি/ডিসেম্বর ২৪, ২০১৭)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test