E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরায় আ. লীগের ইউপি নির্বাচনী প্রচার বহরে গুলি-বোমা 

২০১৭ ডিসেম্বর ২৬ ১৪:৪৭:০৩
সাতক্ষীরায় আ. লীগের ইউপি নির্বাচনী প্রচার বহরে গুলি-বোমা 

সাতক্ষীরা প্রতিনিধি : ইউনিয়ন পরিষদ  উপনির্বাচনী প্রচার শেষে ফেরার পথে আওয়ামী লীগের গাড়ি বহরে সন্ত্রাসীরা বোমা ও গুলি বর্ষন করেছে। এতে চারজন আহত হয়েছেন। বোমার আগুনে চিংড়ি ঘরের একটি ঘর পুড়ে গেছে।  

সোমবার রাত সাড়ে সাতটার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের গাগড়ামারি নামকস্থানে এ ঘটনা ঘটে। আগামি ২৮ ডিসেম্বর সেখানে ইউপি চেয়ারম্যান পদে উপনির্বাচন হবার কথা।

শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউল হক দোলন জানান, সোমবার সন্ধ্যায় নৌকা প্রতীকধারী প্রার্থী রবিউল ইসলামের পক্ষে গাবুরা ইউনিয়নের পারসেমারিতে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। এতে তিনি প্রধান অতিথি ছিলেন।

তিনি বলেন, জনসভা শেষ করে তিনি উপজেলা কৃষক লীগের সভাপতি এবিএম মঞ্জুর এলাহী খোকন, আওয়ামী লীগ নেতা আব্দুস সাত্তার, উপজেলা স্বেচ্ছোসেবক লীগের সাধারণ সম্পাদক সাঈদুজ্জামান সাঈদ, সাবেক ছাত্রলীগ নেতা নুরুজ্জামান টুটুল, ছাত্রলীগ নেতা সাগর মণ্ডলসহ দলীয় লোকজনসহ একটি গাড়ি বহর নিয়ে ফিরছিলেন। পথিমধ্যে গাগড়ামারি এলাকার পাউবো বেড়ি বাঁধ হয়ে আসার পথে তার গাড়ি বহরে পরপর তিনি রাউন্ড গুলি বর্ষন করা হয়।

তিনি বলেন, এ সময় কয়েকটি বোমাও বিস্ফোরিত হয়। আতংকে এদিক ওদিক ছুটাছুটি করার সময় অন্ততঃ চারজন আহত হন। তাদের একজনের নাম আবদুস সাত্তার।

দোলন আরও জানান, বোমার আগুনে বেড়িবাঁধের পাশের একটি গোলপাতার ঘরে আগুন ধরে যায়। এ সময় জনমনে আতংক ছড়িয়ে পড়ে। কারা এ ঘটনার জন্য দায়ী জানতে চাইলে তিনি বলেন স্থানীয় একজন আওয়ামী লীগ নেতা মনোনয়ন বঞ্চিত হয়ে নৌকা প্রতীকের বিপক্ষে অবস্থান নিয়ে বিএনপি দলীয় প্রাথীকে সমর্থন দিচ্ছেন। এই হামলার ঘটনায় ওই নেতার সম্পৃক্ততা থাকতে পারে।

বিএনপি নেতা ও গাবুরা ইউপি উপনির্বাচনে ধানের শীষের প্রার্থী মাসুদুল আলম বলেন, নির্বাচনী মাঠ থেকে বিএনপি নেতা কর্মী ও সমর্থকদের এলাকা ছাড়া করতে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে এ পরিকল্পিত হামলা চালানো হয়েছে বলে তিনি মনে করেন। একইভাবে বিগত ইউপি নির্বাচনে গাবুরায় জিএম গোলাম আযম টিটো জয়লাভ করতে নির্বাচনী প্রচার শেষে তার দলীয় নেতা কর্মী ও তিনটি মোটর সাইকেলে উপর পরিকল্পিত বোমা হামলার নাটক করে তাকেসহ তার কর্মী সমর্থকদের বিরুদ্ধে মামলা দিয়ে এলাকা ছাড়া করিয়ে ছিলেন।

গত ২৮ জুলাই গাবুরা ইউপি চেয়ারম্যান গোলাম আজম টিটু মারা গেলে পদটি শুন্য হয়। ২৮ ডিসেম্বর সেখানে অনুষ্ঠেয় উপনির্বাচনে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের রবিউল ইসলাম , ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির জিএম মাসুদুল আলম এবং আনারস ও মোটর সাইকেল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসাবে লড়ছেন রবিউল ইসলাম জোয়ারদার ও মোস্তাফিজুর রহমান

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মান্নান আলী জানান, তিনিসহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

(আরকে/এসপি/ডিসেম্বর ২৬, ২০১৭)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test