E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গৌরীপুরে প্রধান শিক্ষকের পক্ষে অস্ত্র ঠেকিয়ে শিক্ষকদের হুমকি 

২০১৭ ডিসেম্বর ২৭ ১৬:০১:৫৯
গৌরীপুরে প্রধান শিক্ষকের পক্ষে অস্ত্র ঠেকিয়ে শিক্ষকদের হুমকি 

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে সহরবানু বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মঞ্জুরুল হকের পক্ষে তার শ্যালক ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম আলিফ প্রকাশ্যে অস্ত্র ঠেকিয়ে সহকারী শিক্ষকদের হুমকি দেয়ায় দুলাভাই মঞ্জুরুল হককে প্রধান শিক্ষকের পদ থেকে সাময়িক বহিষ্কার করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

এ বিষয়ে শিক্ষকরা নিরাপত্তা চেয়ে গৌরীপুর থানায় মঙ্গলবার (২৬ ডিসেম্বর) একটি সাধারণ ডায়রী করেছে।

বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. আজিজুল হক জানান, গত ২৩ডিসেম্বর সন্ধ্যায় মহিশ্বরণ গ্রামের মোসলেম উদ্দিন মেম্বারের পুত্র মো. আলিফ মিয়া তাঁকে শাহগঞ্জ ঈদগাহ মাঠে নিয়ে যায়, সেখানে গিয়ে কোমড় থেকে পিস্তল বের করে বলে ‘আমার বোন জামাই (প্রধান শিক্ষক মঞ্জুরুল হক) এর নির্দেশ না মানলে মাথার কুলি উড়িয়ে দিব’। একই সঙ্গে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নাজমা আরা, সহকারী শিক্ষক মো. খলিলুর রহমান, সহকারী গ্রন্থাগারিক হাবিবা খানমকেও প্রধান শিক্ষক কথামতো চলার হুকুম দেয়। এ সময় বলে ‘ইচ্ছা করলেই কুলি উড়াইয়া দিব’। আমি কাউকে ভয় পাই না।

এ ঘটনায় সহকারী শিক্ষক খলিলুর রহমান জানান, তিনি চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. আবদুর রাজ্জাক জানান, বিদ্যালয়ের শিক্ষকদেরকে অস্ত্রের ভয় দেখানো, অনুমোদন ছাড়া সরকারি বই বিক্রি, অর্থ আত্মাসাতের অভিযোগে প্রধান শিক্ষক মো. মঞ্জুরুল হককে সাময়িক বহিস্কার করা হয়েছে। সোমবার (২৫ ডিসেম্বর) ম্যানেজিং কমিটির ৯জনের মধ্যে ৮জন সদস্যের উপস্থিতিতে এ সিদ্ধান্ত নেয়া হয়। আজ বুধবার (২৭ ডিসেম্বর) সাময়িক বহিস্কারের পত্র প্রধান শিক্ষকের নিকট পৌঁছে দেয়া হবে।

এদিকে আলিফের বাবা অচিন্তপুর ইউনিয়ন পরিষদের মেম্বার ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মো. মোছলেম উদ্দিন জানান, তাঁর পুত্র অস্ত্রের ভয় দেখিয়েছে একথা তিনি শোনেন নাই। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুরুল হক তাাঁর ভাতিজীর স্বামী।

আরিফুল ইসলাম আলিফ জানায়, আমি অস্ত্রের ভয় দেখাইনি। প্রধান শিক্ষকের সাথে টাকা-পয়সা নিয়ে বিরোধ রয়েছে, তা সমাধানের কথা বলেছি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মঞ্জুরুল হক জানান, সভাপতির অনুমতিক্রমেই পুরাতন প্রশ্ন, কোম্পানীর বই বিক্রি করা হয়েছে। অস্ত্রের ভয় দেখানো-অর্থ আতœাসাতের বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও সাজানো ঘটনা। গৌরীপুর থানার ওসি দেলোয়ার আহম্মদ জানান, শিক্ষকদের হুমকি প্রদানের ঘটনায় মঙ্গলবার (২৬ ডিসেম্বর) জিডি করেছেন সহকারী শিক্ষক মো. খলিলুর রহমান। ঘটনার তদন্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।

(এসআইএম/এসপি/ডিসেম্বর ২৭, ২০১৭)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test