E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চাটমোহরে সরকারের অর্জিত সফলতা নিয়ে প্রেসব্রিফিং

২০১৭ ডিসেম্বর ২৭ ১৭:৩৯:৪০
চাটমোহরে সরকারের অর্জিত সফলতা নিয়ে প্রেসব্রিফিং

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : বিভিন্ন সেক্টরে সরকারের অর্জিত সফলতা ও উন্নয়ন ভাবনা বিষয়ে পাবনা জেলা তথ্য অফিসের আয়োজনে চাটমোহরে বুধবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার অসীম কুমারের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ সমুহের ব্রান্ডিং, সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা, টেকসই উন্নয়নের লক্ষ্যসমূহ, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিষয়ে তথ্য উপস্থাপন করেন পাবনা জেলার সিনিয়র তথ্য অফিসার মোঃ ফরহাদ হোসেন।

প্রেসব্রিফিংয়ে ইউএনও সরকার অসীম কুমার চাটমোহর উপজেলায় বর্তমান সরকারের বিভিন্ন সেক্টরের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন। শিক্ষা, এলজিইডি, স্বাস্থ্য, দুর্যোগ ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রের উন্নয়নের কথা উল্লেখ করে বলা হয়, অভূতপূর্ব সাফল্য অর্জিত হয়েছে চাটমোহরে। বর্তমান সরকারের সময় চাটমোহরের ৫টি ডিজিটাল ল্যাব স্থাপন করা হয়েছে, হচ্ছে মাল্টিমিডিয়া ক্লাস। কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্য সেবা প্রদান করার পাশাপাশি ৩০ প্রকার ওষুধ দেওয়া হচ্ছে ফ্রি, কমেছে শিশু ও মাতৃ মৃত্যুর হার, বেড়েছে প্রসূতি সেবার মান ও গড় আয়ু। দেওয়া হচ্ছে মাতৃত্ব ভাতা ও ভিজিডি, বয়স্কভাতা ও প্রতিবন্ধি ভাতা। বছরের শুরুতে শিক্ষার্থীর পাচ্ছে শতভাগ বই। চাটমোহরের সকল শিক্ষা প্রতিষ্ঠানে নির্মিত হয়েছে শহীদ মিনার।

প্রেসব্রিফিংয়ে আরো বলা হয়, সরকার কৃষকদের বিনামূল্যে সারও বীজ দিচ্ছে, কৃষি উপকরণ সহায়তা কার্ড প্রদান করা হয়েছে ৪৮ হাজারেরও বেশী, ৪২টি কৃষক মাঠ স্কুল প্রতিষ্ঠা ছাড়াও ৫১টি ভার্মি কম্পোস্ট ও ১৩৭টি ফল প্রদর্শনী স্থাপন করা হয়েছে। চাটমোহরে খাদ্য উৎপাদনও বৃদ্ধি পেয়েছে। প্রেসব্রিফিংয়ে চাটমোহরে কর্মরত বিভিন্ন সংবাদপত্রের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

(এসএইচএম/এসপি/ডিসেম্বর ২৭, ২০১৭)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test