E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

হালুয়াঘাটে ইংরেজি নববর্ষ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা 

২০১৭ ডিসেম্বর ২৭ ১৭:৫৬:১৬
হালুয়াঘাটে ইংরেজি নববর্ষ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা 

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি : হালুয়াঘাটে ইংরেজি নববর্ষ ও থার্টি ফাস্ট নাইটকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করেছে হালুয়াঘাট থানা পুলিশ। থার্টিফাস্ট নাইটে সর্বোচ্চ সতর্ক অবলম্বন করে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করেছেন হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম মিঞা। 

জানা যায়, গত বছর খ্রিস্টান ধর্মাবলম্বীদের ছোটদিনের উৎসবে বাড়ি থেকে গীর্জায় প্রার্থনা করার উদ্দেশ্যে বের হয়ে আসার সময় উপজেলার সদর ইউনিয়নের পূর্ব গোবরাকুড়া গ্রামের ১৩ বৎসর বয়সী উপজাতীয় কিশোরী রাংরাপাড়া উচ্চ বিদ্যালয়ের ২০১৬ সালের জেএসসি পরীক্ষায় উর্ত্তীণ শিক্ষার্থী কে একই গ্রামের প্রতিবেশী সুরুজ আলী’র পুত্র রমজান আলী (১৮) ৩১ ডিসেম্বর দিবাগত রাতে জব্বার আলী’র পুত্র গিয়াস উদ্দিন ওরফে গেসু এর সহযোগিতায় সীমান্ত সংলগ্ন স্থানে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনার প্রায় ১৪ দিন পর অত্র থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম মিঞা তথ্যপ্রযোক্তি ব্যবহারের মাধ্যমে নরসিংদী জেলার মনোরহরদী থানা এলাকা থেকে ধর্ষকদের আটক করেন।

অনাকাঙ্খিত ঘটনারূদ করতে টহল পুলিশের পাশাপাশি,সাদা পোশাকে পুলিশ,মোবাইল ট্রিমসহ কমিউনিটি পুলিশের সদস্যদের মাধ্যমে বিভিন্ন কৌশল অবলম্বন করে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেছেন। নির্বিঘ্নে খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ ‘বড়দিন’ ইংরেজি নববর্ষ ও থার্টি ফাস্ট নাইট উদ্যাপন উপলক্ষ্যে সর্বদা তৎপর রয়েছে থানা পুলিশ।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম মিঞা বলেন, ‘বড়দিন’ ইংরেজি নববর্ষ ও থার্টি ফাস্ট নাইটকে ঘিরে তিনি অত্র উপজেলায় কঠোর নিরাপত্তা বলয় গ্রহণ করেছেন। চারস্তরে পুলিশ সদস্যদের ঢেলে সাজিয়েছেন পাশাপাশি কমিউনিটিং পুলিশং সদস্যরা আইন শৃঙ্খলা নিরাপত্তা রক্ষায় কাজ করছেন। কোন অনাকাঙ্খিত ঘটনা অত্র থানা এলাকায় করতে দেওয়া হবেনা। আঁতশবাজি,ফটকা জাতীয় কোন জিনিস ব্যবহার না করার জন সর্বসাধারণকে ইতমধ্যে অবগত করেছেন।

(জেসিজি/এসপি/ডিসেম্বর ২৭, ২০১৭)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test