E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শ্যামনগর ও আশাশুনির দুটি ইউনিয়নে উপনির্বাচন অনুষ্ঠিত 

২০১৭ ডিসেম্বর ২৮ ১৬:৩১:০২
শ্যামনগর ও আশাশুনির দুটি ইউনিয়নে উপনির্বাচন অনুষ্ঠিত 

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে ও আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বৃহষ্পতিবার সকাল ৮টা থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল চারটা পর্যন্ত।

সকাল থেকে ভোট কেন্দ্রগুলোতে নারী ও পুরুষের পৃথক লাইন পড়ে। সকাল ১১টা পর্যন্ত ভোট ছিল শান্তিপূর্ণ। শ্যামনগরের গাবুরা ইউনিয়নে ভোটার সংখ্যা ২৩ হাজার ৩০০।

এখানে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দিতা করছেন রবিউল ইসলাম। বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকে লড়ছেন মাসুদুর রহমান। এ ছাড়া নির্দলীয় প্রার্থী হিসেবে মোস্তাফিজুর রহমান মোটর সাইকেল ও রবিউল ইসলাম জোয়ার্দার আনারস প্রতীক নিয়ে লড়ছেন।

আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কল্যানপুর ৭নং ওয়ার্ড কেন্দ্রে ভোটার সংখ্যা দু’ হাজার ৪৪৩।

এখানে চার জন প্রার্থীর মধ্যে কোহিনুর ইসলাম তালা প্রতীকে, আবু সাঈদ মোড়ল মোরগ প্রতীকে, উজ্জ্বল হোসেন টিউবওয়েল, রবিউল ইসলাম ফুটবল প্রতীকে নিয়ে প্রতিদ্বন্দিতা করছেন।

আশাশুনির কল্যানপুর কেন্দ্রে রিটার্ণিং অফিসারের দায়িত্ব পালন করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুষমা সুলতানা।

শ্যামনগরের গাবুরা কেন্দ্রে রিটার্ণিং অফিসারের দায়িত্ব পালন করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান।

প্রসঙ্গত, আশাশুনির প্রতাপনগরের ৭নং ওয়ার্ডের সদস্য লুৎফর ঘরামী গত ৯ সেপ্টেম্বর ও ২৮ জুলাই শ্যামনগরের গাবুরা ইউপি চেয়ারম্যান গোলাম আযম টিটো মারা যাওয়ায় সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

(আরকে/এসপি/ডিসেম্বর ২৮, ২০১৭)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test