E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মদনে শক্রতার জেরে বসতঘর ভাংচুর ও গাছ কর্তন

২০১৭ ডিসেম্বর ২৯ ১৮:২৮:৫৮
মদনে শক্রতার জেরে বসতঘর ভাংচুর ও গাছ কর্তন

মদন (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার মদন উপজেলার ফতেপুর ইউনিয়নের পশ্চিম ফতেপুর গ্রামে বৃহস্পতিবার রাতে পুর্ব শক্রতার জের ধরে প্রতিপক্ষের লোকেরা এক বসতঘর ভাঙচুর করে চার বাড়ির আঙ্গিনার গাছপালা কর্তন করে লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতির এক খবর পাওয়া গেছে।

জানাযায়, এ গ্রামে দু-পক্ষের সংঘর্ষে কাছুম আলী নিহত হলে আসামি পক্ষের পুরুষ লোকজন গ্রাম ছাড়া হয়ে গেলে এ গ্রামে শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়। কিন্তু ৬ দিন ধরে পুলিশ সরিয়ে নিয়ে যাওয়ায় বাদী পক্ষের বিএনপি নেতা ইব্রাহিম মুন্সি ও সফর উদ্দিনের নেতৃত্বে ২৫ /৩০ জন বৃস্পতিবার রাতে পশ্চিম ফতেপুর গ্রামের রেনু মিয়ার বসতঘর ভেঙ্গে ফেলে দেয় এবং তার বাড়ির গাছপালাসহ হাবুল মুন্সি, হিরন ও বজলু মিয়ার বাড়ির গাছ কর্তন করে কয়েক লাখ টাকার ক্ষতি করেছে ।

এ ব্যাপারে মদন থানায় মৌখিক ভাবে অবগত করলে পুলিশ ওই রাতেই ঘটনা স্থল পরিদর্শন করে।

ক্ষতিগ্রস্থ রেনু মিয়া ও হিরন মিয়া জানান, কাছুম আলী হত্যা মামলায় আমাদের কে মিথ্যা আসামি করলে আমরা গ্রেফতার হই এবং কোর্ট থেকে জামিন নিয়ে এলাকায় আসলে দেখি প্রতিপক্ষের লোকজনের নির্যাতনে আমাদের পরিবারের লোকজন বাড়ি ছাড়া হওয়ায় আমরাও অন্যত্র জীবন-যাপন করছি।

বৃহস্পতিবার রাতে আমদের বসতঘর ভাংচুর ও শতাধিক মূল্যেবান গাছ কর্তন করে কয়েক লাখ টাকার ক্ষতি করে আমাদের নিঃস্ব করে দিচ্ছে। বর্তমানে আমদের আমন জমির পাকা ধান কেটে নিয়ে যাচ্ছে। আমরা জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি বলে তিনি জানান।

ফতেপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম চৌধুরী উক্ত ঘটনার সত্যাতা স্বীকার করে বলেন ,কাছুম আলী হত্যার পর থেকেই বাদী পক্ষের লোকজন আসামীদের কে নানা ভাবে নির্যাতন ও ক্ষয়-ক্ষতি করছে। বৃহস্পতিবার রাতে রেনু মিয়ার বসতঘর ভংচুর ও তার বাড়িসহ চার বাড়ির গাছ কর্তন করার বিষয়টি শুনেছি। এ ব্যাপারে কর্র্তৃপক্ষকে অবগত করা হবে।

এ ব্যাপারে মদন থানার ওসি তদন্ত শাহানুর জানান,ঘর ভাংচুর ও গাছ কর্তনের খবর পেয়েছি। অভিযোগ পেলে প্রয়োজনীও ব্যাবস্থা নেয়া হবে।

(এএমএ/এসপি/ডিসেম্বর ২৯, ২০১৭)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test