E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাণীনগরে কালভার্ট ভেঙে ভোগান্তিতে ৮ গ্রামের মানুষ

২০১৭ ডিসেম্বর ২৯ ১৮:৩১:২২
রাণীনগরে কালভার্ট ভেঙে ভোগান্তিতে ৮ গ্রামের মানুষ

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর রাণীনগর উপজেলার কালিগ্রাম ইউনিয়নের ভেঁটি-মাধাইমুড়ি কাঁচা সড়কের একটি কালভার্ট ভেঙ্গে যাওয়ায় দীর্ঘদিন ধরে চরম দূর্ভোগে পড়েছে এলাকার ৮ গ্রামের মানুষজন। কালভার্টটি ভেঙ্গে প্রায় এক বছর পার হলেও এটি যেন দেখার কেউ নেই। বালুর বস্তা দিয়ে কোন রকমে লোকজন চলাফেরা করলেও কোন যানবাহন চলাচল করতে পারছে না।  ফলে কৃষক তাদের উৎপাদিত ফসল সহজে বাজারজাত করতে না পেরে ক্ষতির সম্মুখীন হচ্ছে। 

জানা গেছে, ভেঁটি-মাধাইমুড়ি রাস্তা দিয়ে ছাতারদীঘি, অলংকারদীঘি, গুচিয়াগাড়ী, বেলঘড়িয়া, মাধাইমুড়ি, আগনাগাড়ী, দামকুড়ি ও আদগোলা গ্রামের প্রায় লক্ষাধিক মানুষ চলাচল করে। এখানকার ভ্যান, অটোরিক্সা, মোটরবাইক, ভটভটি ও অন্যান্য যানবাহনগুলো বালুর বস্তার ওপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে কালভার্টটি পার হচ্ছে। ভাড়ি কোন যানবাহন চলাচল করতে পারছে না। এছাড়া এই গ্রাম গুলোর অধিকাংশ লোকই কৃষিজীবি।

ভাঙ্গা কালভার্টের কারনে তাদের উৎপাদিত ফসল নায্যমূল্যে বিক্রি করতে পারছে না। ফলে সেখানকার কৃষকদের ফসল উৎপাদন করে ভাঙ্গা কালভার্টের কারনে লোকসান গুনতে হচ্ছে প্রায় বছর খানেক ধরে। এসব গ্রামবাসির দাবি দ্রুত ভাঙ্গা কালভার্টটি নতুন করে তৈরী করা হোক এবং ভেঁটি থেকে গুচিয়াগাড়ী পর্যন্ত কাঁচা রাস্তাটি পাকা করা হোক।

অলংকারদীঘি গ্রামের সোলায়মান, মোফাজ্জল হোসেন খোকা, সেকেন্দার আলী জানান, এই এলাকার সবচেয়ে বড় বাজার আবাদপুকুর হাট। এই হাটেই তাদের ধান, চাল, আলু, গমসহ যাবতীয় কৃষিপন্য বিক্রি করতে হয়। কালভার্টটি ভেঙ্গে যাওয়ার ফলে তারা প্রায় এক বছর ধরে ধান-চালের নায্যমূল্য পাচ্ছে না। গত বর্ষা মৌসুমী বোরো ধান প্রতি মনে ৫০-৭০টাকা কম দামে বিক্রি করতে হয়েছে। কোন গাড়ি তাদের গ্রামে যায় না।

গুচিয়াগাড়ী গ্রামের নূর মোহাম্মদ, শরিফুল ইসলাম, সিরাজুল ইসলাম রতন জানান, গুচিয়াগাড়ী থেকে ভেঁটির দুরত্ব প্রায় দেড় কিলোমিটার। এই রাস্তাটা কাঁচা রয়েছে। তার ওপর ভেঁটির কাছে কালভার্টটি ভেঙ্গে যাওয়ায় তারা মহা বিপদে পড়েছে । এই রাস্তা দিয়ে এলাকার প্রায় ৭/৮টি গ্রামের মানুষজন চলাচল করে।

এ ব্যাপারে কালিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম বাবলু জানান, জনদূর্ভোগের বিষয়টি চিন্তা করেই ভেঁটি-মাধাইমুড়ি রাস্তার ভাঙ্গা কালভার্টটি নতুন করে তৈরীর জন্য প্রয়োজনীয় বরাদ্দ দেয়া হয়েছে। যথাসম্ভব দ্রুতই নতুন কালভার্টের কাজ শুরু হবে।

কাঁচা রাস্তা পাকাকরণের ব্যাপারে তিনি জানান, পরবর্তী বরাদ্দ পেলেই অগ্রাধিকার ভিত্তিতে ওই রাস্তা পাকাকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

(বিএম/এসপি/ডিসেম্বর ২৯, ২০১৭)

পাঠকের মতামত:

১১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test