E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মহাদেবপুরে দুই দিনব্যাপী মুন্ডা সম্মেলন 

২০১৭ ডিসেম্বর ২৯ ১৮:৩৪:৪২
মহাদেবপুরে দুই দিনব্যাপী মুন্ডা সম্মেলন 

নওগাঁ প্রতিনিধি : উলগুলানের মুন্ডা বিদ্রোহের মহানায়ক বিরশা মুন্ডার আহবান ‘গাও অধিকারের গান’ এই শ্লোলগানকে সামনে রেখে শিক্ষা সংস্কৃতি ও অধিকার আদায়ের দৃঢ় প্রত্যয়ে শুক্রবার নওগাঁর মহাদেবপুরে অনুষ্ঠিত হলো দু’দিন ব্যাপী ৭ম জাতীয় মুন্ডা সম্মেলন। উপজেলার খাজুর ইউপি উচ্চ বিদ্যালয় মাঠে এই সম্মেলনের সমাপ্তি ঘোষনা করা হয়। 

বৃহষ্পতিবার সম্মেলনের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা বুদু মুন্ডা। ‘জাগকে উঠক মুন্ডা’র আহ্বায়ক ও জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সবিন চন্দ্র মুন্ডার সভাপতিত্বে দু’দিন ব্যাপী এই মুন্ডা সম্মেলনে সিলেট, সাতক্ষীরা, রংপুর, দিনাজপুর, নওগাঁ, জয়পুরহাট, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, বগুড়া ও খুলনার প্রায় ৫ শতাধিক মুন্ডা জাতি গোষ্ঠীর প্রতিনিধি যোগদান করেন।

এই মুন্ডা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মোঃ ছলিম উদ্দিন তরফদার সেলিম এমপি। সম্মেলনের দ্বিতীয় দিন শুক্রবার মুন্ডাদের নিজস্ব সংস্কৃতির নাচ- গান পরিবেশনের মধ্য দিয়ে দু’দিন ব্যাপি এই সম্মেলন শেষ হয়।

(বিএম/এসপি/ডিসেম্বর ২৯, ২০১৭)

পাঠকের মতামত:

১১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test