E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

ফরমালিন অপব্যবহারকারীদের যাবজ্জীবন শাস্তির দাবি

২০১৪ জুলাই ০৪ ০১:১৭:২০
ফরমালিন অপব্যবহারকারীদের যাবজ্জীবন শাস্তির দাবি

মাগুরা প্রতিনিধি : খাদ্যদ্রব্যে ফরমালিন মেশানো বন্ধ ও ফরমালিন অপব্যবহারকারীদের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ডের বিধানের দাবিতে মাগুরায় শোভাযাত্রা, মানববন্ধন ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা দেড়টায় শহরের চৌরঙ্গীর মোড়ে বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির ১২ বছর পূর্তি উপলক্ষে এ মানববন্ধনের আয়োজন করে এনটিভির মাগুরা পরিবার।

মানববন্ধন শেষে সমাবেশে বক্তব্য রাখেন মাগুরার পুলিশ সুপার জিহাদুল কবির, সিভিল সার্জন ডা. সুনীল চন্দ্র রায়, পৌর মেয়র ইকবাল আকতার খান কাফুর, আওয়ামী লীগ নেতা আবু নাসির বাবলু, প্রেসক্লাবের সদস্য সচিব অ্যাডভোকেট শরীফ আমিরুল হাসান, এনটিভি মাগুরা প্রতিনিধি শফিকুল ইসলামসহ অন্যরা।

সভা থেকে ফরমালিনের অপব্যবহারকারীদের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবনের বিধান প্রণনয়ের দাবি জানান বক্তারা। খাদ্যদ্রব্যে ফরমালিন মেশানো বন্ধে নিয়মিত অভিযানের পরামর্শ দেন তারা।

মানববন্ধনে জেলায় কর্মরত সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারিরা অংশ নেন।

(ওএস/এস/জুলাই ০৩ ২০১৪)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test