E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মদনে পাওনাদারের হামলায় গর্ভবতীর গর্ভপাত

২০১৭ ডিসেম্বর ৩০ ১৭:২৬:৪০
মদনে পাওনাদারের হামলায় গর্ভবতীর গর্ভপাত

মদন (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার মদন উপজেলার কেন্দুয়া রোডের সিএনজি স্ট্যান্ডের সামনে পাওনাদারের হামলায় আহত মদন হাসপাতালে চিৎসারত গর্ভবর্তী সাবেক মহিলা কাউন্সিলর আসমা আক্তারের শুক্রবার রাতে গর্ভপাত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগে জানা যায়, গত সোমবার বিকালে উপজেলার কেন্দুয়া রোডে মহিলা কাউন্সিলর আসমা আক্তারের ভাড়াটে বাসায় পাওনাদার গনি মিয়া, সাদ্দাম, সেলিমসহ ৮জন অনধিকার প্রবেশ করে গালিগালাজ করে।

উক্ত ঘটনার অভিযোগ করার জন্য থানার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে সিএনজি স্ট্যান্ডেপৌঁছা মাত্রই পাওনাদার ও তার লোকজন স্বামী তারা মিয়া ও তার উপর অতর্কিত হামলা চালায়। এতে লাকড়ি ও কিলঘুষি লাথির আঘাতে আসমা আক্তার আহত হলে তাকে দ্রুত নেত্রকোনা হাসপাতালে ভর্তি করা হয়। নেত্রকোনা হাসপাতাল থেকে মদন হাসপাতালে তাকে প্রেরণ করা হলে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তার দুই মাসের গর্ভপাত ঘটে। এ ব্যাপারে মদন থানায় তার স্বামী তারা মিয়া বাদী হয়ে শুক্রবার রাতে আরেকটি অভিযোগ দায়ের করেছে।

এ ব্যাপারে অভিযুক্ত সাদ্দাম হোসেনকে তার মোবাইল ফোনে একাধিকবার ফোন করেও রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এ ব্যাপারে মদন হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডাঃ মারিয়া এমদাদ জানান, আট সপ্তাহের গর্ভধারিনী আসমা আক্তারের অতিরিক্ত রক্তক্ষরনে শুক্রবার রাতে তার পেটের সন্তান নষ্ট হয়েছে।

এ ব্যাপারে মদন থানার এস আই মমতাজ উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, শুক্রবার রাতে মদন হাসপাতালে চিকিৎসারত অবস্থায় আসমা আক্তারের গর্ভপাত ঘটেছে আমি হাসপাতাল পরিদর্শন করে জেনেছি। তবে ওসি স্যার ছুটিতে আছে। উনি আসলে আলোচনা করে মামলা রজু করা হবে।

(এএমএ/এসপি/ডিসেম্বর ৩০, ২০১৭)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test