E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁর বিভিন্ন মেলায় বিনোদনের পরিবর্তে চলছে বিশেষ জুয়া

২০১৭ ডিসেম্বর ৩০ ১৭:৩৮:১৩
নওগাঁর বিভিন্ন মেলায় বিনোদনের পরিবর্তে চলছে বিশেষ জুয়া

নওগাঁ প্রতিনিধি : নওগাঁ জেলা জুড়ে চলছে নানা নামের মেলা। এসব মেলায় বাণিজ্যিক কোন পণ্য বা সুস্থ বিনোদনের কোন ব্যবস্থা না থাকলেও রীতিমত চালানো হচ্ছে, র‌্যাফেল ড্র এবং হাউজির নামে সৌখিন জুয়া আর পুতুল নাচের নামে নারীদেহের অর্ধনগ্ন নৃত্য। যা নতুন প্রজন্ম বা যুবসমাজকে অনায়াসেই বিপথগামী করছে।

নওগাঁ সদরের বরুনকান্দিতে চেম্বার অব কমার্স আয়োজিত মেলায় ‘স্বপ্ন ছোঁয়া র‌্যাফেল ড্র’ নামে বিশেষ জুয়া বন্ধের দাবীতে নওগাঁ পৌর আওয়ামীলীগ লাগাতার কর্মসূচী পালন করলেও এখন পর্যন্ত মেলায় র‌্যাফেল ড্র বন্ধ হয়নি। বরং পুরস্কারের মাত্রা বাড়িয়ে সাধারন মানুষকে আরো লোভাতুর করে তুলছে মেলা কর্তৃপক্ষ। এসব কর্মসূচীর প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রশাসন একেবারে নীরব ভুমিকা পালন করে চলেছে। তবে শহরে মাইকিং করে টিকিট বিক্রি বন্ধ রাখা হয়েছে। সিএনজি, চার্জার এবং মিনি ট্রাক যোগে জেলার বিভিন্ন উপজেলায় এই লটারির টিকিট বিক্রি চলছে পুরোদমে।

অপরদিকে জেলার বদলগাছী উপজেলা সেনপাড়ায় আনন্দ মেলায় “আশার আলো র‌্যাফেল ড্র” চালানোর পাশাপাশি চালানো হচ্ছে, হাউজি, পুতুলনাচ ও সার্কাস। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কেউ ট্রাকে কেউ সিএনজিতে কেউবা অটো চার্জারে মাইকিং করে বিক্রি করছে লটারি নামক জুয়ার টিকিট। লটারিতে আকর্ষনীয় ও লোভনীয় পুরস্কারের লোভ দেখিয়ে সাধারন মানুষকে ফাঁদে ফেলা হচ্ছে। জেলার মান্দা উপজেলার দেলুয়াবাড়িতে আয়োজিত মেলায় চলছে র‌্যাফেল ড্র, যাত্রা, পুতুল নাচসহ নানা রকম জুয়া। আবার মৈনমেও শুরু হতে যাচ্ছে আনন্দ মেলা। রানীনগরের সিংহা মৌজায় শুরু হয়েছে মেলার নামে জুয়া আর অসামাজিক নানা কার্যক্রম। পুতুল নাচে কোন পুতুল না থাকলেও জ্যান্ত অতি স্বল্প পোষাক পরিহিতা পুতুলের (নারী) নাচ দেখতে তরুনদের বেশ ভিড়।

চালানো হচ্ছে, সুগন্ধি র‌্যাফেল ড্র নামে বিশেষ জুয়া। জেলার আত্রাই উপজেলায় “দৈনিক ফাইভ স্টার” র‌্যাফেল ড্র নামে লটারি চলছে। মহাদেবপুরের লিচুবাগান এলাকায় আনন্দমেলার নামে চলছে বিভিন্ন জুয়া আর নগ্ন নৃত্যের আসর। আকাশ ছোঁয়া র‌্যাফেল ড্র নামে লটারির জুয়ার টিকিট বিক্রি চলছে জেলার সর্বত্র। আর এসব মেলার লটারির টিকিট সংশ্লিষ্ট এলাকা ছাড়াও জেলার সকল উপজেলার পাশাপাশি বগুড়া ও জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় মাইকিং করে বিক্রি হচ্ছে। র‌্যাফেল ড্র নামক জুয়ায় মাত্র ২০ টাকা মূল্যের টিকিটে অধিক টাকার আকর্ষনীয় ও লোভনীয় পুরস্কার জিতে নিয়ে রাতা-রাতি ধনী বুনে যাবার স্বপ্নে বিভোর হয়ে টিকিট কিনতে হুমরি খেয়ে পড়ছে জেলার সহজ-সরল মানুষ। এতে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে প্রায় সব শ্রেণী পেশার মানুষ আসক্ত হয়ে পড়ছে এই জুয়ার নেশায়।

বিশেষ করে স্থানীয় ক্যাবল নেটওয়ার্ক সিডি চ্যানেলের মাধ্যমে এসব জুয়া খেলার দৃশ্য সম্পূর্ণ বে-আইনীভাবে সরাসরি টিভিতে সম্প্রচার করায় জেলার শিশু-কিশোর, তরুন-তরুনী, নারী-পুরুষ সকলেই যেন টিকিট কিনতে ঝুঁকে পড়ছে। বিভিন্ন ব্যান্ডের মটরসাইকেল, গরু, সোনার গহনা সহ বিভিন্ন আর্কষনীয় পুরস্কারের ঘোষনা দিয়ে মন ভুলানো কথা বলে সকাল থেকে সন্ধ্যা অবধি বিরতিহীন ভাবে টিকিট বিক্রি করে যাচ্ছে। এলাকার রিক্সা/ভ্যান চালক থেকে শুরু করে অনেক শ্রমজীবি, পেশাজীবি মানুষের কাছে টিকিট কেনা যেন নিত্যপ্রয়োজনীয় বিষয় হয়ে দাঁড়িয়েছে। ফলে র‌্যাফেল ড্র নামক পাতানো ফাঁদে পড়ে আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে জেলার সাধারণ মানুষ। এতে করে হাতে গোনা কয়েক ব্যক্তি লাভবান হলেও সারা জেলার মানুষ জুয়া ও লটারির ফাঁদে পড়ে নিঃস্ব হচ্ছে প্রতিনিয়ত। ওই সব মেলাই মনোরঞ্জনের নামে চলছে নগ্ন নারী দেহের নৃত্য। এতে করে যুব সমাজ ধ্বংস হচ্ছে সাংঘাতিকভাবে।

এ ব্যাপারে নওগাঁর পৌর মেয়র নজমুল হক সনি সাংবাদিকদের বলেন, নওগাঁ চেম্বার অব কর্মাস এ্যান্ড ইন্ডাষ্ট্রির আয়োজনে মাসব্যাপী ‘শিল্প ও বাণিজ্য মেলা’ পৌর এলাকায় অনুষ্ঠিত হলেও মেলা কর্তৃপক্ষ পৌরসভার নিকট কোন রুপ অনুমোদন গ্রহণ করেনি।

এছাড়া পৌর কর্তৃপক্ষকে প্রমোদ কর দেয়ার বিধান থাকলেও তারা প্রমোদ কর না দিয়ে কোন কিছুর তোয়াক্কা না করে সম্পন্ন নিয়ম বহিভূর্ত ভাবে মেলা চালাচ্ছেন। এতে একদিকে পৌরবাসী ক্ষতিগ্রস্থ হচ্ছে, অপর দিকে সরকার হারাচ্ছে রাজস্ব। প্রমোদকর প্রদানের জন্য মেলা কমিটিকে চিঠি দেয়া হয়েছে বলে জানান তিনি।

(বিএম/এসপি/ডিসেম্বর ৩০, ২০১৭)

পাঠকের মতামত:

১১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test