E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

টাঙ্গাইল সদর আসনে পৌর মেয়রের প্রার্থীতা ঘোষণা

২০১৭ ডিসেম্বর ৩১ ১৭:৪০:৪৮
টাঙ্গাইল সদর আসনে পৌর মেয়রের প্রার্থীতা ঘোষণা

টাঙ্গাইল প্রতিনিধি : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ (সদর) আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে প্রার্থীতা ঘোষণা করেছেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও টাঙ্গাইল পৌর সভার মেয়র জামিলুর রহমান মিরণ। রবিবার (৩১ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইল পৌরসভার সেমিনার কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি ওই ঘোষণা দেন।

লিখিত বক্তব্য ও সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সামাজিক-রাজনৈতিক প্রেক্ষাপট এবং তাঁর অনুসারীদের দাবি বিবেচনায় তিনি দলীয় মনোনয়ন প্রত্যাশায় টাঙ্গাইল-৫ (সদর) আসনে প্রার্থীতা ঘোষণা করছেন। তাছাড়া একাদশ জাতীয় নির্বাচনে দলের প্রতি নিবেদিত, তৃণমূলের পছন্দ, ক্লিন ইমেজের অধিকারী বিবেচনায় দলীয় মনোনয়ন দেয়া হবে বলে আওয়ামীলীগ সভাপতি জননেত্রী প্রধানমন্ত্রীর ঘোষণায় উদ্বুদ্ধ হয়ে তিনি নির্বাচনে অংশ নেয়ার ইচ্ছা পোষন করেছেন।

তিনি বলেন, টাঙ্গাইলের চরাঞ্চলের মানুষ জামিলুর রহমান মিরণকে ভোট দিতে পারেন না বলে একটা আকাঙ্খা প্রকাশ করে থাকেন। জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার সুযোগ পেলে চরাঞ্চলবাসীর সে আকাঙ্খাপুরণ হবে বলে তিনি দাবি করেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পৌরবাসীকে অভিভাবকহীন করে নয়; শহর এবং চর এলাকার মানুষকে একত্রীকরণের মাধ্যমে সকলের জন্য কাজ করার অভিপ্রায়ে তিনি প্রার্থী হতে চান। নিজে না পেলে দলীয় মনোনয়ন যাকে দেয়া হবে তার পক্ষেই কাজ করবেন বলে জানান।

এ সময় অন্যদের মধ্যে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এম রকিব শামীম, আনিছুর রহমান, সাংগঠনিক সম্পাদক সাইফুজ্জামান খান সোহেল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এলেন মল্লিক, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুর রউফ রোকন, জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন মানিক, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মির্জা আনোয়ার হোসেন বাবুল সহ বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী এবং টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা সহ বিভিন্ন প্রিণ্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

(আরকেপি/এসপি/ডিসেম্বর ৩১, ২০১৭)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test