E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পাক্ষিক পত্রিকার সম্পাদক ও স্থানীয় প্রতিনিধির বিরুদ্ধে সমন জারি

২০১৮ জানুয়ারি ০১ ১৫:৩০:৪৩
পাক্ষিক পত্রিকার সম্পাদক ও স্থানীয় প্রতিনিধির বিরুদ্ধে সমন জারি

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : দীপ্ত টেলিভিশন, দৈনিক বাংলা ৭১ ও দৈনিক প্রজন্মের ভাবনা পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি রঘুনাথ খাঁ’র বিরুদ্ধে উদ্দেশ্যমূলক, মানহানিকর ও মিথ্যা সংবাদ পরিবশেন করায় ঢাকা থেকে প্রকাশিত পাক্ষিক পত্রিকা নির্ভীক সংবাদ এর সাতক্ষীরা প্রতিনিধি ও সম্পাদকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

রঘুনাথ খাঁ বাদী হয়ে রোববার সাতক্ষীরার জ্যেষ্ট বিচারিক হাকিম আদালতে এ মামলা দায়ের করেন। বিচারক রাফিজুল ইসলাম আসামীদের আগামি ৩১ জানুয়ারি আদালতে হাজির হওয়ার জন্য সমন জারির নির্দেশ দিয়েছেন।

মামলার আসামীরা হলেন দৈনিক নির্ভিক সংবাদের সাতক্ষীরার নিজস্ব প্রতিনিধি আব্দুস সালাম, পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক তালা উপজেলার বারাত গ্রামের মৃত মোশরাফুল হকের ছেলে আ.আ.ম একরামুল হক আসাদ।

মামলার (সিআর- ৫০৮/১৭ সদর) বিবরনে জানা যায়, ঢাকা ফার্মগেট থেকে প্রকাশিত নির্ভীক সংবাদ নামের একটি পাক্ষিক পত্রিকার চতুর্থ সংখ্যায় সাতক্ষীরা জজ কোর্টের পিপি অ্যাড, ওসমান গনির ছবিসহ তার নামে আপত্তিকর মানহানিমূলক সংবাদ পরিবশেন করা হয়।

এ ঘটনায় তিনি লিগ্যাল নোটিশ দিলে পত্রিকা কর্তৃপক্ষ তড়িঘড়ি করে একটি প্রতিবাদ ছেপে নিজেদের বাঁচানোর চেষ্টা করে। একইভাবে গত ১৬ নভেম্বর প্রকাশিত ষষ্ঠ সংখ্যার ২১ থেকে ২৩ পাতায় “ সাতক্ষীরার চুপড়িয়ায় সংখ্যালঘু গৃহবধূকে ধর্ষণের চেষ্টা, সাম্প্রদায়িকতার উস্কানি দিয়ে ফায়দা নিলেন সাংবাদিক ও আওয়ামী লীগ নেতারা”।

প্রতিবেদনে সাংবাদিক রঘুনাথ খাঁকে চাঁদাবাজ, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের পায়তারাকারি, চুপড়িয়া গ্রামের অঞ্জনা দাসের মুখ বেঁধে, পরিহিত কাপড় ছিলে দু’পা মেহগনি গাছের সঙ্গে ও দু’ হাত পিঠ মোড়া দিয়ে বেঁধে মে ধর্ষণের চেষ্টা, সামাজিক সম্মান নষ্ট করার জন্য মাথার চুল কেটে দেওয়Í ঘটনায় দায়েরকৃত মামলার বাদির ভাই সুমন দাসের কাছ থেকে ৩৫ হাজার টাকা, বাদী ও আসামিদের পক্ষে পৃথক সুবিধা দেওয়ার নাম করে দু’ লাখ টাকা লুটে নেওয়া হয়। এ ছাড়া হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের কতিপয় নেতা বৌদ্ধ ও খ্রীষ্টানদের নাম ব্যবহার করে বিভিন্ন মহল থেকে ফায়দা লুটে নিচ্ছে। প্রতিবেদনে সাংবাদিক রঘুনাথকে দায়িত্বহীন সাংবাদিক ও সাম্প্রদায়িক উস্কানিদাতা হিসেবে চিহ্নিত করা হয়।

মামলায় আরো বলা হয়, গত ১৬ ডিসেম্বর ওই পত্রিকার অষ্টম সংখ্যার ৩৫-৩৬ পাতায় “সাতক্ষীরার দূঃখ সাংবাদিক রঘুনাথ খাঁ” শীর্ষক প্রতিবেদনে রঘুনাথ খাঁকে মিডিয়া সন্ত্রাসী, তথ্য সন্ত্রাসী, সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টিকারি, চরমপন্থী সংগঠণের সেকেন্ড ইন কমাণ্ড, ভারতের নাগরিত্ব, ভারতের নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের সঙ্গে জড়িত থাকা, সাংবাদিক আক্তারুজ্জামান বাচ্চুর বিরুদ্ধে পৌর দীঘির মাছ চুরির মিথ্যা সংবাদ পরিবেশন করা, চাঁদা না পেয়ে বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা খবর প্রকাশ করা। কখনো সাংবাদিক, কখনো আইনজীবী ও আণ্ডার ওয়ার্ল্ডের সদস্য পরিচয় দেওয়ার কথা বলা হয়।

এছাড়া সাংবাদিক রঘুনাথ খাঁ’র ব্যক্তিগত ও পারিবারিক জীবন নিয়ে সারা সংবাদের অধিকাংশ স্থান জুড়ে আপত্তিকর খবর ছাপা হয়। প্রতিদিন ভোরে শহরের খুলনা রোডের মোড়ে যেয়ে স্থানীয় পত্রিকায় অপরাধ মূলক সংবাদ দেখে তাদের কাছে চাঁদাদাবির কথাও উল্লেখ করা হয়। ওই দু’টি সংখ্যা সম্পাদক একরামুল হক নিজেই গত ২১ ও ২২ ডিসেম্বর সাতক্ষীরা জেলা মৎস্য অফিসের সম্মেলন কক্ষে আশ্রয় ফাউণ্ডেশন আয়োজিত দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সাংবাদিকদের নিয়ে দু’দিনের কর্মশালার প্রথম দিনে বিতরণ করেন। দ্বিতীয় দিনে তাকে প্রতিবাদ দিতে বলায় সাংবাদিক রঘুনাথ খাঁকে খুন জখম করার হুমকি ছাড়াও দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়।

(আরকে/এসপি/জানুয়ারি ০১, ২০১৮)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test