E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটে শিক্ষার্থীদের হাতে ৩২ লাখ নতুন বই

২০১৮ জানুয়ারি ০১ ১৬:০০:০৮
বাগেরহাটে শিক্ষার্থীদের হাতে ৩২ লাখ নতুন বই

শেখ আহসানুল করিম, বাগেরহাট : বাগেরহাটে নতুন বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে। নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। সোমবার জেলার সব উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ উৎসবের আয়োজন করা হয়। 

বাগেরহাটের বিভিন্ন বিদ্যালয় ঘুরে দেখা গেছে, বিদ্যালয়গুলোতে উপচে পড়া ভিড়। নতুন বছরে নতুন বই হাতে তারা উচ্ছ্বসিত। জেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিস জানায়, বাগেরহাট জেলায় এবছর সরকারি প্রাথমিক, মাধ্যমিক, দাখিল ও ভোকেশনালের শিক্ষার্থীদের মাঝে প্রায় ৩২ লাখ বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে।

সোমবার সকালে বাগেরহাট শহরের সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বই উৎসবের উদ্বোধন করেন সমাজকল্যান মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. মোজাম্মেল হোসেন এমপি। এছাড়া বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ উৎসবের উদ্বোধন করেন।

শহরের বিভিন্ন বিদ্যালয়ে বই বিতরণ উৎসব অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) মো. শাহীন হোসেন, অধ্যাপক মো. মোজাফফ হোসেন, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. কামরুজ্জামান, শিক্ষক মো. আব্দুল মতিন হাওলাদার ও দীপক কুমার বিশ্বাস প্রমূখ।

(এসএকে/এসপি/জানুয়ারি ০১, ২০১৮)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test