E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দুই জন চিকিৎসক দিয়ে চলছে 

কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জোড়াতালির চিকিৎসা সেবা

২০১৮ জানুয়ারি ০১ ২০:১৯:৪১
কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জোড়াতালির চিকিৎসা সেবা

সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া : জনগণের সুষ্ঠু চিকিৎসা সেবা একেবারেই ভেঙ্গে পড়েছে। ২২ জন চিকিৎসকের স্থলে  ২ জন মাত্র চিকিৎসক নিয়ে চলছে নেত্রকোণার কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জোড়াতালির চিকিৎসা সেবা।  এর ফলে বিভিন্ন রোগে আক্রান্ত রোগীরা স্বাস্থ্য কমপ্লেক্সে এসেও চিকিৎসক সংকটের কারনে তারা সঠিক মানের চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। 

জানা যায়, ওই স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সহ চিকিৎসকের মঞ্জুরি কৃত পদসংখ্যা ২২জন। ওই ২২জনের মধ্যে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জীনাত সাবাহ, ভারপ্রাপ্ত আবাসিক মেডিক্যাল অফিসার ডা. দেব প্রান রায়, মেডিক্যাল অফিসার ডা. রজত কান্তি সরকার, ইমারজেন্সী মেডিকেল অফিসার ডা. ফাহমিদা শারমিন, ডেন্টাল সার্জন ডা. নূর আক্তার হাফিজা ও মেডিকেল অফিসার ডা. তাসনোবা শারমিনের পোষ্টিং রয়েছে।

তবে ডা. তাসনোবা শারমিন বুনিয়াদী প্রশিক্ষণে ঢাকা সোহরাওর্য়াদী মেডিকেল কলেজ হাসপাতালে ও ডা. ফাহমিদা শারমিন এনএ ডিপিতে ফাউন্ডেশন প্রশিক্ষণে আছেন। তাছাড়া ডা. নূর আক্তার হাফিজা ডেন্টাল সার্জন থাকায় তিনি জরুরী বিভাগে গিয়ে কোন দায়িত্ব পালন করতে পারেন না। ফলে ডা. রজত কান্তি সরকার ও ডা. দেব প্রাণ রায় দুজনে মিলে কোন মতে চিকিৎসা সেবা দিয়ে যাবার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

স্বাস্থ্য কমপ্লেক্সে আসা রোগীদের অভিযোগ, যেখানে ২২ জন চিকিৎসক প্রতিদিন রোগীদের সুষ্ঠু চিকিৎসা সেবা দেয়ার কথা, সেখানে মাত্র ২ জন চিকিৎসক কিভাবে সব চিকিৎসকদের দায়িত্ব পালন করবে? চিকিৎসক সংকটের কারণেই ভাল মানের সেবা প্রতিনিয়ত বিঘ্নিত হচ্ছে।

অপরদিকে উপজেলার ১৩ টি ইউনিয়নে উপ-স্বাস্থ্য কেন্দ্রে কাগজে কলমে পোষ্টিং আছেন মাত্র ৫ জন চিকিৎসক। তবে চিকিৎসক নেই রোয়াইলবাড়ী, পাইকুড়া, গন্ডা, গড়াডোবা, দলপা, আশুজিয়া, কান্দিউড়া, মাসকা উপ-স্বাস্থ্য কেন্দ্রে। এর ফলে গ্রামের সাধারণ রোগীরাও বঞ্চিত হচ্ছেন সুষ্ঠু চিকিৎসা সেবা থেকে।

এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন নার্সিং সুপারভাইজারের পদ থাকলেও দীর্ঘ দিন ধরে শূন্য রয়েছে। সিনিয়র স্টাফ নার্স ১৪ জনের মধ্যে ১২ জনের পোষ্টিং আছে। এর মধ্যে ২ জন প্রেষণে বদলী নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে। নার্স মিড ওয়াইফারির মঞ্জুরীকৃত ৪ টি পদ থাকলেও আছেন মাত্র ২ জন। এর মধ্যে ১ ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেষণে বদলী।

সোমবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জীনাত সাবাহ’র সঙ্গে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের চরম সংকট অবস্থা লেগেই আছে। যদি মন্ত্রনালয় ও অধিদপ্তর থেকে এখানকার শুন্যপদ পূরণে কোন পদক্ষেপ না নেন সেক্ষেত্রে আমাদের কিছুই করার থাকে না। শুধু মাত্র জনগণের চিকিৎসা সেবার স্বার্থে আমরা বার বার চাহিদা দিয়ে লিখতে পারি।

ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডা. দেব প্রাণ রায় বলেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ মঞ্জুরীকৃত চিকিৎসকের পদসংখ্যা ২২ জন। এর মধ্যে পোষ্টিং আছেন ৬ জন। আমরা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জীনাত সাবাহ’র সহযোগীতা নিয়ে ২ জন মিলে মানসম্মত চিকিৎসা সেবা দেয়ার জোর চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে সব চিকিৎসক পোষ্টিং থাকলে এবং সবাই এক সঙ্গে মিলে দায়িত্ব পালন করলে এলাকার জনগণকে আরও সুন্দর সুষ্ঠু চিকিৎসা সেবা দিতে পারতাম।

(এসবি/এসপি/জানুয়ারি ০১, ২০১৮)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test