E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁয় জাতীয় সমাজসেবা দিবস পালিত

২০১৮ জানুয়ারি ০২ ১৭:৫৪:২৮
নওগাঁয় জাতীয় সমাজসেবা দিবস পালিত

নওগাঁ প্রতিনিধি : মঙ্গলবার নওগাঁতেও জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। নওগাঁ জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক নুর মোহাম্মদের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভায় তিনি বলেন, জেলায় সমাজসেবা অধিদপ্তর চলতি বছর বিভিন্ন খাতে উপকারভোগী এবং জনকল্যানমুলক কাজে মোট ব্যয় করছে ১১৫ কোটি ৫৫ লাখ ৭৬ হাজার ৯শ’ টাকা। মুক্তিযোদ্ধাভাতা, বয়স্কভাতা, বিধবা ভাতা, অসচ্ছল প্রতিবন্ধী ভাতা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি, দলিত হরিজন ও বেদে জনগোষ্ঠী ভাতা, দলিত হরিজন ও বেদে জনগোষ্ঠীর শিক্ষা উপবৃত্তি, হিজড়া জনগোষ্ঠীর ভাতা, হিজড়া জনগোষ্ঠীর শিক্ষা উপবৃত্তি, নৃ-গোষ্ঠী এককালীন অনুদান, ক্যান্সার কিডনী লিভারসিরোসিস ষ্ট্রোকে প্যারালাইজড ও জন্মগত হৃদরোগীদের আর্থিক সহায়তা এবং বিভিন্ন এতিমখানায় গ্র্যান্ট বাবদ এই অর্থ ব্যয় করা হচ্ছে। এর আগে সার্কিট হাউস থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালীতে নেতৃত্ব দেন, জেলা প্রশাসক ড. মোঃ আমিনুর রহমান। জেলার সকল উপজেলাতেই দিবসটি পালন করা হয়।

(বিএম/এসপি/জানুয়ারি ০২, ২০১৭)

পাঠকের মতামত:

১১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test