E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সমবায় সমিতির আড়ালে প্রতারণার নয়া কৌশল

২০১৮ জানুয়ারি ০৩ ১৭:৪৭:১২
সমবায় সমিতির আড়ালে প্রতারণার নয়া কৌশল

পাবনা প্রতিনিধি : পাবনা জেলা কর্মচারী বহুমুখী সমবায় সমিতি লিমিটেড থেকে ঋণ নিয়ে স্বাবলম্বী হওয়ার পরিবর্তে সমিতির সদস্যরা এখন সর্বশান্ত। সমিতি কর্তৃপক্ষে প্রতারণায় ঋণ পরিশোদের পরেও হয়রানি মূলক মামলায় ক্ষতিগ্রস্ত সদস্যরা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

সম্প্রতি পাবনা জেলা প্রশাসক বরাবর ক্ষতিগ্রস্থ সদস্যদের দেয়া এক আবেদন সুত্রে জানা গেছে, পাবনা সদর উপজেলার শালগাড়িয়া মহল্লার তাল বাগান পাড়া এলাকায় ‘পাবনা জেলা কর্মচারী বহুমুখী সমবায় সমিতি লিমিটেড’ নামে একটি সমবায় সমিতি রয়েছে। সমিতির প্রধান স্কুল শিক্ষক হওয়ায় সমিতিটি ‘মাষ্টার সমিতি’ নামে পরিচিত। মূলত দাদন ব্যবসা (ঋণ বিতরণই) উক্ত সমিতির মূল কাজ। যে কোন ব্যাংকের দুইটি সাদা (ব্লাঙ্ক) চেক নিয়ে কিস্তিতে পরিশোদের শর্তে অর্থ ঋণ বা দাদন দেয়া হয়। ১৪ শতাংশ মুনাফার শর্তে ঋণ দেয়া হলেও কিস্তিতে পরিশোদের সময় নেয়া হচ্ছে ৩৬ শতাংশ হারে। শুধু তাই নয় বিলম্ব ফি ২০ শতাংশ এবং প্রসেস ফি ২০ শতাংশ হিসাবে আরো আরো অতিরিক্ত ৪০ শতাংশ হারে আদায় করা হচ্ছে। ফলে ঋণ নিয়ে স্বাবলম্বী হওয়ার পরিবর্তে সমিতির সদস্যরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

ক্ষতিগ্রস্ত সদস্যরা আরো জানান, সমিতির প্রধান আবুল কালাম মোল্লা ওরফে কালাম মাষ্টারের একক সিদ্ধান্তই এখানে সব। তিনি যা বলবেন তাই সমিতির নিয়ম। তার প্রতারণায় ঋণ পরিশোদের পরেও টাকা দাবী করে প্রায় ২০-২৫ জন ঋণ গ্রহীতার নামে মামলা দায়ের করেছেন। ঋণ দেওয়ার সময় নেয়া ব্যাংকের দুইটি সাদা (ব্লাঙ্ক) চেকে ইচ্ছা মাফিক টাকার অংক বসিয়ে তিনি বিভিন্ন লোকের মাধ্যমে এসব মামলা দায়ের করেছেন। এসব মামলায় অর্থ হাওলাত দেয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। হয়রানি মূলক মামলায় ক্ষতিগ্রস্থ সদস্যরা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ক্ষতিগ্রস্ত সদস্যরা এ ব্যাপারে তদন্ত পুর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আবেদন করেছেন।

এ ব্যাপারে সমিতির প্রধান আবুল কালাম মোল্লা ওরফে কালাম মাষ্টার জানান, তিনি সমিতির সভাপতি নয়, সদস্য মাত্র, সমিতির বিরুদ্ধে এসব অভিযোগ সঠিক নয়, সমিতি থেকে সদস্যরা খুব সহজেই ঋণ নেন। কিন্তু ঋণের টাকা পরিষদের সময় তারা নানা ধরনের টালবানা করেন। কর্মচারী বহুমুখী সমবায় সমিতি সরকারী নিয়ম মোতাবেক চলে। এখানে অনিযমের সুযোগ নাই।

(পিএস/এসপি/জানুয়ারি ০৩, ২০১৭)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test