E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

অস্ত্রবাজ-চাঁদাবাজদের ছাত্রলীগে ঠাঁই নাই : ভূমিমন্ত্রী

২০১৮ জানুয়ারি ০৪ ১৬:৫৮:৩৫
অস্ত্রবাজ-চাঁদাবাজদের ছাত্রলীগে ঠাঁই নাই : ভূমিমন্ত্রী

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ‘অস্ত্রবাজ, চাঁদাবাজ, গুন্ডাবাজদের ছাত্রলীগে ঠাঁই নাই।  আদর্শবাদী একজন কর্মী হবে ছাত্রলীগের সদস্য। যারা পরীক্ষায় ভালো ফলাফল করবে, যারা দক্ষ নাগরিক হয়ে গড়ে ওঠবে তারাই ছাত্রলীগে যোগ দিবে।’ 

বৃহস্পতিবার ঈশ্বরদী আলহাজ্ব মোড়ে বাংলাদেশ ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত র‌্যালির উদ্বোধনকালে ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি সমবেত ছাত্রলীগের সদস্যদের উদ্দেশ্যে এসব কথা বলেছেন।

ঈশ্বরদী আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নায়েব আলী বিশ্বাস, ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টু, আওয়ামী লীগ নেতা চান্না মন্ডল, রশিদুলল্লাহসহ আওয়ামী লীগ, যুবলীগ ও অন্যান্য অংগ সংগঠনের নেতাকর্মী এসময় উপস্থিত ছিলেন।

ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ আরো বলেন, ছাত্রলীগের ছেলেরা নিজেকে গড়ে তুলবে, নিজের পরিবারকে গড়ে তুলবে, দেশ গড়বে. দক্ষ নাগরিক হিসেবে গড়ে ওঠবে। তিনি বলেন, ভালো ছাত্রদের জন্যই ছাত্রলীগ।

ছাত্রলীগ হতে হলে বয়স ২৯ বছর হতে হবে, অবিবাহিত হতে হবে। ছাত্রলীগ কর্মীরা যোগ্য নাগরিক হিসেবে প্রতিষ্ঠা পাবে। অর্থনৈতিক মুক্তি আসবে, তবেই এদেশ বঙ্গবন্ধুর সোনার বাংলায় পরিণত হবে। তিনি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালে সারা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি হিসেবে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার কাজে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান মন্ত্রী।

পরে মন্ত্রী ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঈশ্বরদী আলহাজ্ব মোড় হতে শহরের বিভিন্ন এলাকায় আনন্দ শোভাযাত্রার উদ্বোধন করেন।

(ওএস/এসপি/জানুয়ারি ০৪, ২০১৮)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test