E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

হালুয়াঘাটে আমদানি-রপ্তানিকারক গ্রুপের মতবিনিময় 

২০১৮ জানুয়ারি ০৪ ১৭:০৪:৫৭
হালুয়াঘাটে আমদানি-রপ্তানিকারক গ্রুপের মতবিনিময় 

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি : হালুয়াঘাটে ৩ জানুয়ারি সন্ধায় পৌর শহরের হোটেল ইমেক্স ইন্টারন্যাশনাল ভবনে আমদানি রপ্তানি কারক গ্রুপের সভাপতি ও ময়মনসিংহ-১ হালুয়াঘাট-ধোবাউড়া থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য মি. জুয়েল আরেং এর সভাপতিত্বে ভারতীয় রফতানি কারক গ্রুপের সভাপতি বিজয় সিং দোসী’র নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সাথে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় ভারতীয় রফতানি কারক গ্রুপের মনোজ আগারওয়াল, তেজবাহাদুর আদব,অচিন্ত বড়–য়া,বাবুল এস মারাক প্রমুখ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বাংলাদেশের আমন্ত্রিত অতিথী হিসাবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ জেলা কাষ্টমস্ এর ডেপুটি কমিশনার মোঃ সোহেল রানা,হালুয়াঘাট উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সম্পাদক অধ্যক্ষ আব্দুর রশিদ, উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন,হালুয়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার আলমগীর পিপিএম,ময়মনসিংহ জেলা পরিষদ সদস্য মাহমুদুল হক সায়েম,হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম মিঞা প্রমুখ। বক্তাগণ আলোচনা সভায় উভয়দেশের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ বৃদ্ধি সংক্রান্ত আলোচনা করেন।

আগামী সপ্তাহে প্রায় ২ কোটি ৩৬ লক্ষ টাকা ব্যায়ে ২টি ভবন নির্মাণ কাজের উদ্ভোধন করা হবে। পাশাপাশি হালুয়াঘাট-ধোবাউড়া সিমান্ত সংলগ্ন প্রায় ৪৪ কিলোমিটার রাস্তার নির্মাণ কার্যক্রম ইতমধ্য শুরু হয়েছে। গোবরাকুরা স্থলবন্ধরকে পূর্ণাঙ্গ স্থলবন্ধর হিসাবে প্রতিষ্ঠা করার জন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করা হয়।

এছাড়াও কয়লা ব্যবসায়ী ওয়ায়েজ উদ্দিন,শহীদুল ইসলাম শহীদ,আওলাদ হোসেন, আজিজুল আহ্সান,কাঞ্চন কুমার সরকার,অধ্যাপক অশোক সরকার অপু,জাহীদুল ইসলাম পাপ্পু,মোরশেদ আনোয়ার খোকন,তছলিম আহমেদ,আব্দুল মতিন,রেজাউল করিম,মাসুদ রানা,শামছুল আলম সামস্ সহ আমদানি রপ্তানি কারক গ্রুপের সদস্যগণ আলোচনা সভায় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন, হালুয়াঘাট আমদানি রপ্তানি কারক গ্রুপের মহাসচিব আলহাজ্ব আলী আজগর পাশাপাশি আমন্ত্রিত অতিথীদের সন্মাননা পুরস্কার প্রদান করেন তিনি। উপস্থিত ভারতীয় প্রতিনিধি দলের সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানান স্থানীয় সাংসদ মি.জুয়েল আরেং। পরিশেষে সাংবাদিক হাতেম আলীর পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

(জেসিজি/এসপি/জানুয়ারি ০৪, ২০১৮)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test