E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁয় সংখ্যালঘুর জমি দখলের অভিযোগ

২০১৮ জানুয়ারি ০৪ ১৮:০৩:১৪
নওগাঁয় সংখ্যালঘুর জমি দখলের অভিযোগ

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে আদালতের নির্দেশনা অমান্য করে একটি সংখ্যালঘু পরিবারের জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে। এ বিষয়ে সংখ্যালঘু রীনা রাণী মুজমাদার নওগাঁর পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ করার পরেও প্রশাসন কার্যকর কোন ব্যবস্থা রনয়নি। এই সুযোগে অবৈধ দখলদার জনৈক খাদেমুল ইসলাম বিবাদমান জমিতে স্থাপনা নির্মাণ করে চলেছেন।

অভিযোগে জানা গেছে, মহাদেবপুর উপজেলা সদরের ঘোষপাড়া এলাকায় ক্রয়সূত্রে প্রায় ৪০ বছর ধরে ১৫ শতক জমি ভোগদখল করে আসছেন রীনা রাণী মুজমাদার। ওই জমির একটি অংশে তাঁর বসতবাড়ি রয়েছে। উপজেলার শিবরামপুর গ্রামের বাসিন্দা খাদেমুল ইসলাম নামে এক ব্যক্তি ওই জমি ক্রয় সূত্রে তাঁর বলে দাবি করলে ২০০৭ সালে নওগাঁ আদালতে এ বিষয়ে মামলা হয়।

ওই মামলায় আদালত উভয় পক্ষকে বিবাদমান জমির ওপর স্থিতাবস্থার আদেশ দেন। সম্প্রতি খাদেমুল ইসলাম আদালতের নির্দেশ উপেক্ষা করে বিবাদমান ওই জমি জোর করে দখল করে পাকা স্থাপনা নির্মাণ কাজ শুরু করেছেন।

এ বিষয়ে মহাদেবপুর থানায় নালিশী সম্পত্তিতে অবৈধ স্থাপনা নির্মাণ বন্ধের জন্য প্রয়োজনীয় প্রতিকার প্রার্থনা করলে এ বিষয়ে পুলিশ কোনো কার্যকর ব্যবস্থা না নেয়ায় খাদেমুল সেখানে স্থাপনা নির্মাণ অব্যাহত রেখেছেন। এ বিষয়ে পুলিশ সুপারকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য আবেদন জানান তিনি।

অভিযোগকারী রীনা রাণী মজুমদার বলেন, ‘খাদেমুলকে দালান-ঘর নির্মাণ করতে বাধা-নিষেধ করলে তিনি অকথ্য ভাষায় গালি-গালাজ করেন। এমনকি ওই সম্পত্তি নিয়ে কোনো প্রকার বাড়াবাড়ি করলে তিনি প্রাণে মারার হুমকিও দিয়েছেন’। ঘটনা এলাকায় তোলপাড় সৃষ্টি করেছে।

(বিএম/এসপি/জানুয়ারি ০৪, ২০১৮)

পাঠকের মতামত:

১২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test