E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরায় ডিবি পরিচয়ে ২৪ লাখ টাকা লুট

২০১৮ জানুয়ারি ০৫ ১৫:৩৭:২১
সাতক্ষীরায় ডিবি পরিচয়ে ২৪ লাখ টাকা লুট

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : ডিবি পুলিশ পরিচয়ে অস্ত্রের মুখে জিম্মি করে এক চাল  ব্যবসায়ির ২৪ লাখ টাকা লুট করা হয়েছে। বুধবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে সাতক্ষীরার দেবহাটা উপজেলার আস্কারপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ কালিগঞ্জের বাথুয়াডাঙা গ্রাম থেকে সন্ত্রাসীদের ব্যবহৃত দুটি মোটর সাইকেল ও ডিবি পুলিশের ব্যবহৃত একটি জ্যাকেট, একটি প্যান্ট, তিনটি মোবাইল সেট ও একটি মানি ব্যাগ উদ্ধার করেছে।

দেবহাটা উপজেলার আস্কারপুর গ্রামের আশরাফুল ইসলাম খোকন জানান, মেসার্স গাজী স্টোর্স নামে কালিগঞ্জের নলতা চৌমুহুনীতে তার একটি চালের আড়ৎ রয়েছে। সোমবার থেকে বুধবার পর্যন্ত ওই আড়তে হালখাতা অনুষ্ঠিত হয়। বুধবার রাত ১০ টার দিকে তিনি হালখাতা শেষে তার ভাগ্নে মোহাম্মদ আলীকে নিয়ে প্রায় ২৪ লাখ টাকা নিয়ে বাড়ি ফেরেন। বাড়ি যাওয়ার পথে নলতা কালিবাড়ি মোড়ে বিপরীত দিক থেকে আসা এক মোটর সাইকেল আরোহী তাকে থামার জন্য সিগন্যাল দেয়। তিনি সিগন্যাল না মেনে বাড়িতে চলে আসেন।

এর পরপরই ডিবি পুলিশের কটি পরিহিত দু’জনসহ চারজন কয়েকটি মোটর সাইকেলে তার বাড়িতে আসে। তাদের ডাকে সাড়া দিয়ে দরজা খোলা মাত্রই বুকে অস্ত্র ঠেকিয়ে তার ঘরে রাখা প্রায় ২৪ লাখ টাকা লুট করে ওই চক্রটি। এর সময় তাকে ও ভাগ্নে মোহাম্মদ আলীকে মোটর সাইকেলে তুলে থানায় নিয়ে যাওয়ার কথা বলে পথে ছেড়ে দিয়ে তারা চলে যায়। পরে তারা ভাগ্নে মোহাম্মদ আলীকে চালতেবাড়িয়া গ্রামের লুৎফর রহমানের বাড়িতে রেখে চলে যায়।

লুটেরা চক্রটি চলে যাওয়ার পরপরই তিনি মোবাইল ফোনে কালিগঞ্জ থানাসহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তাকে অবহিত করেন। তবে এ লুটপাটের সঙ্গে কালিগঞ্জের চালতেবেড়ে গ্রামের লুৎফর রহমান ও তার ছেলে চোরাচালানি জিয়াউর রহমান, জড়িত বলে তিনি জানান।

দুপুরে ডিবি পুলিশের একটি টিম তাদের সোর্স পারুলিয়ার দ্বীপ তার নলতার ব্যবসায়ি প্রতিষ্ঠানে এসে কিছু তথ্য জেনে চলে যায়। বৃহষ্পতিবার ভোরে পুলিশ কালিগঞ্জের চালে বেড়ে গ্রামের লুৎফর রহমান, তার ছেলে জিয়াউর রহমান ও দেবহাটার আস্তারপুর গ্রামের রাজুকে আটক করলেও তাদেরকে ছেড়ে দেওয়া হয়।

কালিগঞ্জের তারালী ইউপি সদস্য বাবলুর রহমান জানান, বুধবার দিবাগত রাত তিনটার দিকে সাতক্ষীরা ডিবি পুলিশের দু’ কর্মকর্তা, কালিগঞ্জ থানার উপপরিদর্শক আব্দুল মোমিন ও দেবহাটা থানার সেকেণ্ড অফিসার উজ্জ্বল রায় তাকে ডেকে নিয়ে বাথুয়ারডোঙা গ্রামের আব্দুল মান্নানের বাড়িতে যায়।

ওই বাড়ি থেকে পুলিশ অস্কারপুরের চাল ব্যবসায়ি আশরাফুল ইসলাম খোকনের বাড়িতে লুটপাটে ব্যবহৃত দু’টি মোটর সাইকেল(সাতক্ষীরা-হ- ১২-৩৫৪৯ ও সাতক্ষীরা-হ-১১-৯৪৭০) ও ডিবি পুলিশ লেখা একটি কটি (জ্যাকেট), একটি প্যান্ট ও তিনটি মোবাইল সেট উদ্ধার করে। মান্নানের জামাতা সাতক্ষীরা শহরতলীর রইচপুরের শাহীন(ডিবি পুলিশের সোর্স) ডিবি পুলিশসহ কয়েকজনকে নিয়ে আস্কারপুর গ্রামের ওই ব্যবসায়ির বাড়িতে ২৪ লাখ টাকা লুট করে বাথুয়ারডাঙায় আসে বলে তিনি একাধিক সূত্রে জানতে পারেন। তবে পুলিশ উদ্ধারকৃত জিনিসপত্র নিয়ে লুকোচুরি খেলছে বলে জানান তিনি।

তবে স্থানীয় একটি দায়িত্বশীল সূত্র জানায়, ডিবি পুলিশ পরিচয়ে তারালীর আলাউদ্দিন, বেল্লাল, শহরের পারকুকরালির মজনুসহ একটি চক্র দীর্ঘদিন ধরে এ ধরণের কর্মকাণ্ড চালিয়ে আসছে। এ ধরণের ঘটনায় এক বছরেরও বেশি সময় ধরে জেল হাজতে থাকা আলাউদ্দিন এক মাস আগে জামিনে মুক্তি পেয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী কামাল হোসেন জানান, আস্কারপুর গ্রামের আশরাফুল ইসলাম খোকনের বাড়ি থেকে ২০ লাখের ও বেশি টাকা লুট করা হয়েছে মর্মে তিনি অভিযোগ পাওয়ার পর রাতেই কালিগঞ্জের বাথুয়ারডাঙা গ্রামের আব্দুল মান্নানের বাড়ি থেকে লুটপাটে ব্যবহৃত দু’টি মোটর সাইকেল ও তিনটি মোবাইল উদ্ধার করা হয়।

তবে তিনি ডিবি পুলিশের পোশাক (কটি) উদ্ধারের বিষয়টি অস্বীকার করে বলেন, চালতেবেড়ের জিয়া ও তার বাবা লুৎফরকে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদেরকে মামলার সাক্ষী করা হয়েছে।

বৃহষ্পতিবার রাতে আশরাফুল ইসলাম খোকন বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। সাড়ে আটটা পর্যন্ত ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় কোন লিখিত অভিযোগ দেওয়া হয়নি। ঘটনার সঙ্গে জড়িত চারজনের মধ্যে সাতক্ষীরা শহরতলীর রইচপুরের শাহীনসহ চারজনকে আসামী করা হয়েছে।

(আরকে/এসপি/জানুয়ারি ০৫, ২০১৮)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test