E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘কালাম সেনা দিয়ে মুজিবসেনাদের দাবিয়ে রাখা যাবেনা’

২০১৮ জানুয়ারি ০৬ ১৬:৫৩:৪৯
‘কালাম সেনা দিয়ে মুজিবসেনাদের দাবিয়ে রাখা যাবেনা’

নাটোর প্রতিনিধি : আমরা গণতন্ত্রের দেশে গণতন্ত্রের মুক্তি দিবস পালন করতে পারছি না। আপনার বিএনপি জামাতের ক্যাডার বাহিনী হুমকি দিয়ে অনুষ্ঠান পন্ড করতে চাচ্ছে। কিন্তু তা কখনোই হবে না। কালামসেনা দিয়ে মুজিবসেনাদের দাবিয়ে রাখা যাবেনা।

কথাগুলো নাটোর-১ আসনের সংসদ সদস্য এ্যাড. আবুল কালাম আজাদের উদ্দেশ্যে বিশেষ অতিথির বক্তব্য প্রদানকালে বলেন সাবেক কেন্দ্রীয় আ. লীগ উপকমিটির সহ-সম্পাদক সিলভিয়া পারভিন লেনি ।

পারভিন বলেন, একের পর এক বিএনপি জামাতের সন্ত্রাসীদের দলে ভেড়াবেন। নিজের স্বার্থে অগ্নি সন্ত্রাসীদের দিয়ে আ’লীগ নেতাদের উপর নির্যাতন চালাবেন। তা মেনে নেওয়া যাবেনা। টাকার বিনিময়ে বিএনপি জামাতকে চাকরি দিবেন। আর আ. লীগ ত্যাগী নেতাদের ইচ্ছাস্বাধীন বহিঃস্কার করবেন।

‘আর কত আ. লীগ নেতাকে বহিঃস্কার করলে আপনার বহিঃস্কার নাটক শেষ হবে। দেখবেন বহিঃস্কার করতে করতে আপনে নিজেই যেন বহিঃস্কার না হয়ে যান। একটি করে গেঞ্জি দিয়ে স্কুল কলেজের ছাত্রদের দিয়ে মিছিল করাচ্ছেন। ছাত্র-ছাত্রী, সরকারী কর্মকর্তাদের নিয়ে, টাকা দিয়ে বিএনপি জামাতের লোক এনে জনসভা করছেন।’

এসময় অপর বিশেষ অতিথি সাবেক সংসদ সদস্য ও লালপুর-বাগাতিপাড়া আসনের আ’লীগের জনপ্রিয় নেতা শহীদ মমতাজ উদ্দিনের পুত্র শামিম আহম্মেদ সাগর বলেন, জননেত্রী শেখ হাসিনা আপনাকে আ. লীগকে সু-সংগঠিত করার জন্য মনোয়ন দিয়েছিলেন। বিএনপি জামাতকে দাবিয়ে রাখার জন্য আপনাকে আমরা এমপি বানিয়েছিলাম। কিন্তু আপনি একের পর এক ত্যাগী নেতাদের বহিঃস্কার করে বিএনপি ক্যাডারদের লালন করছেন।

তিনি বলেন, আ.লীগ কে বিভক্ত করছেন। আপনি সবসয় মুজিবসেনাদের দাবিয়ে রাখতে কালামসেনা তৈরিতে ব্যস্ত আছেন। আমার বাবার মতো আদর্শবান নেতার স্মৃতি মুছে ফেলতে সর্বদা ব্যস্ত আছেন। প্রতিটি আ. লীগ নেতার নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন। সম্মান থাকতে পদত্যাগ করুন।

গতকাল সন্ধ্যায় বিলমাড়িয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে গনতন্ত্রের মুক্তদিবস উপলক্ষে বিশেষ অতিথির বক্তব্য প্রদানকালে তারা এসব কথা বলেন।

এসময় বিলমাড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি মিজানুর রহমান মিন্টুর সভাপতিত্বে বিশাল শোভাযাত্রা শেষে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও শহীদ মমতাজ উদ্দিনের স্ত্রী শেফালি মমতাজ, জেলা আ’লীগ সহ-সভাপতি মাজেদুর রহমান চাঁদ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ উপদেষ্টা কর্ণেল রমজান সরকার, বাগাতিপাড়া উপজেলা আ’লীগ সভাপতি আবুল হোসেন প্রমুখ।

(এডিকে/এসপি/জানুয়ারি ০৬, ২০১৮)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test