E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পাথরঘাটায় বিএনপি নেতা হত্যার প্রতিবাদে মানববন্ধন 

২০১৮ জানুয়ারি ০৭ ১৮:১৫:৪৮
পাথরঘাটায় বিএনপি নেতা হত্যার প্রতিবাদে মানববন্ধন 

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি : বরগুনার পাথরঘাটায় বিএনপিনেতাকে পিটিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় বিএনপি ও অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ।

পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান বশির আহম্মেদ সিকদারকে পিটিয়ে হত্যার ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে পাথরঘাটা বিএনপিসহ সমাজের বিভিন্ন স্থরের মানুষ মাননবন্ধন করেছে।

দীর্ঘ মানববন্ধনে পাথরঘাটার বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতারা বক্তব্য রাখেন। বশির আহম্মেদ সিকদার কাকচিড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও কাকচিড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন।

আজ রবিবার (৭ জানুয়ারী) দুপুর ১২টার দিকে কাকচিড়া বাজারে এ মানববন্ধন কর্মসুচি পালন করা হয়।

দীর্ঘ এ মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি মতিউর রহমান মোল্লা, সাধারন সম্পাদক চৌধুরী মো. ফারুক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সিকদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, কাকচিড়া ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন পল্টু, জুলফিকার আহমেদ সাহিন সিকদার, ঢাকা আলিয়া মাদ্রাসা ছাত্রলীগের সাবেক সভাপতি নাসির আহমেদ সিকদার, কাঠালতলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান, মাহফুজুর রহমান পহলান প্রমুখ।

প্রসঙ্গত, ইউনিয়ন বিএনপি’র নতুন কমিটি গঠন নিয়ে গত ১৫ ডিসেম্বর দলীয় প্রতিপক্ষরা বশির আহম্মেদ সিকদারকে পিটিয়ে মারাত্মক আহত করে। এরপর তাকে ঢাকায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসার পর ৩জানুয়ারী জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশীপ হাসপাতালে তিনি মারা যান। এঘটনায় পাথরঘাটা ও ঢাকার হাজারীবাগ থানায় দুটি পৃথক হত্যা মামলা দায়ের করা হয়েছে। তবে এখনো কোন আসামী গ্রেফতার করা হয়নি।

এ বিষয়ে মুঠোফোনে পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা মো.খবির উত্তারাধিকার ৭১ নিউজকে বলেন, মৃত বশীর আহম্মেদের ছেলে জয় বাদী হয়ে একটি মামলা দয়ের করেছেন। তদন্ত চলছে।

(এটি/এসপি/জানুয়ারি ০৭, ২০১৮)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test