E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাঠজুড়ে চলছে ইজতেমা বাস্তবায়নের জোর প্রস্তুতি

২০১৮ জানুয়ারি ০৮ ১৬:০১:১০
মাঠজুড়ে চলছে ইজতেমা বাস্তবায়নের জোর প্রস্তুতি

মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার জেলা সদরের জগন্নাথপুর উপশহর মাঠে চলতি মাসের ২৫ জানুয়ারি থেকে প্রথমবারের মত তিনদিন ব্যাপী শুরু হওয়া জেলা ইজতেমাকে সামনে রেখে পুরো এলাকাজুড়ে চলছে ইজতেমা বাস্তবায়নের জোর প্রস্ততি।

প্রতিদিনই ইজতেমা মাঠ পরিদর্শনে আসছেন জেলার বিশিষ্ট আলেম, রাজনীতিবিদ, সুশিল সমাজের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী থেকে শুরু করে জনপ্রতিনিধি সহ ব্যবসায়ী সমাজের দ্বায়ীত্বশীল ব্যক্তিরা। তারা ইজতেমা মাঠ ঘুরে দেখছেন এবং মাঠের দ্বায়ীত্বশীল কর্তাব্যক্তিদের সাথে কথা বলে সহযোগীতার হাতও বাড়িয়ে দিচ্ছেন । এভাবেই প্রতিদিন ইজতেমা মাঠ মুখরিত হচ্ছে হাজারো মানুষের পদভারে ।

চলছে শতশত মানুষের গায়ের ঘামঝরানো পরিশ্রমের বিশাল কর্মযজ্ঞ। স্যানিটেশন, পানির হাউজ নির্মান চলছে স্বাভাবিক গতিতে। প্যান্ডালের উপরে চট বসাতে কয়েকটি ট্রাকে করে আনা হয়েছে চট। মাঠের পিছনদিকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা বিদেশী মেহমানদের জন্য টিনের তৈরি সেড , পাকা লেট্রিন ও বিশুদ্ধ পানির জন্য গভির নলকুপ স্থাপন করা হচ্ছে। বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী, তাবলিগ জামাতের বিভিন্ন বয়সী সাথিরা সহ দূরদুরান্ত থেকে মাঠের কাজে সময় দিতে বাস,ট্রাকে করে আসছেন লোকজন। পাশাপাশি জগন্নাথপুর গ্রামের বিভিন্ন বয়সীরাও ইজতেমা মাঠে সময় দিচ্ছেন নিজেদের সাধ্যমত। ইজতেমাকে কেন্দ্র করে পুরো গ্রামজুরে বিরাজ করছে ধর্মীয় ভাবগাম্বির্য পরিবেশ।

উদ্দেশ্য একটাই, তা হল মহান রাব্বুল আলামিনের সামগ্রীক সন্তুষ্টি অর্জন এবং পরকালিন জগতের মুক্তির স্বাধ নেয়া।

সরেজমিন দেখা গেছে , ইজতেমাকে সামনে রেখে আগত মুসল্লিদের স্বাগত জানাতে ইতিমধ্যেই শ্রীমঙ্গল-মৌলভীবাজার মহাসড়কের রাস্তায় একটু পর পর নির্মান করা হচ্ছে নজরকাড়া নান্দনীক সব ডিজাইনের তোরন। পৌসভার মেয়র, ইউপি চেয়ারম্যান , রাজনীতিবিদ , ব্যবসায়ী সহ বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিরা নিজ উদ্যেগে টাকা খরচ করে এসব তোরন প্রায় মাস খানিক পূর্বেই নির্মান সম্পন্ন করেছেন। দিন যত গড়াচ্ছে তোরন নির্মানের সংখ্যা তত বাড়ছে।

এদিকে ইজতেমাকে সামনে রেখে রাস্তার দু’পাশে নতূন করে দোকান পাঠও খোলা শুরু হয়েছে। রাস্তার পাশের জমির মালিকরা মোটা অংকের টাকার বিনিময়ে এসব দোকান ভাড়া দিচ্ছেন বলে সূত্রে জানা গেছে।
জানা গেছে,

তাবলিগ জামাতের শুরা সদস্য ও ইজতেমা মাঠের জিম্মাদার (আমির) ময়নুল ইসলাম জানান, বর্তমানে ইজতেমা আয়োজনের সামগ্রীক প্রস্তুতি দ্রুত গতিতেই চলছে। তিনি বলেন, আগামী ২০ জানুয়ারীর মধ্যে প্যান্ডাল তৈরিরর কাজ সম্পন্ন হবে বলে আমরা আশাবাদী।

অপরদিকে জগন্নাথপুর গ্রামের দুবাই প্রবাসী আব্দুল হান্নান এ প্রতিবেদকের সাথে আলাপকালে বলেন, নিজের ইচ্ছা থাকা সত্বেও ঢাকার তোরাগ তীরে টঙ্গির বিশ্ব ইজতেমায় কখনো অংশ নেয়া সম্ভব না হলেও দেশে আসার কারনে নিজের গ্রামে এতবড় আয়োজনকে পরম সৌভাগ্যের মনে করছি। এই ইজতেমা আয়োজনের কারণে পুরো গ্রামজুরে এর প্রভাব পরবে বলেও জানান তিনি এসময়।


(একে/এসপি/জানুয়ারি ০৮, ২০১৮)

পাঠকের মতামত:

২৩ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test