E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ছাত্রনেতা শহীদ মনিরুজ্জামান বাদলের ২৬তম মৃত্যুবার্ষিকী আজ

২০১৮ জানুয়ারি ০৯ ১৫:০২:৪৫
ছাত্রনেতা শহীদ মনিরুজ্জামান বাদলের ২৬তম মৃত্যুবার্ষিকী আজ

মহিদুল ইসলাম, শরণখোলা : বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বাগেরহাটের কৃতিসন্তান শহীদ মনিরুজ্জামান বাদলের আজ (মঙ্গলবার) ২৬তম মৃত্যুবার্ষিকী। 

বাগেরহাটের শরণখোলায় সকালে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ এবং বিশেষ অতিথি থাকবেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস.এম জাকির হোসাইন।

স্মরণসভায় অন্যান্য অতিথিদের মধ্যে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও শহীদ মনিরুজ্জামান বাদলের জামাতা এইচ.এম বদিউজ্জামান সোহাগ, বাগেরহাট জেলা ছাত্রলীগের সভপতি মো. মনির হোসেন, সাধারণ সম্পাদক নাহিয়ান আল সুলতার ওশান ইপস্থিত থাকবেন। শরণখোলা উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. আবুল হাসান মীর এতথ্য নিশ্চিত করেছেন।

শহীদ মনিরুজ্জামান বাদলের শাহাদাৎ বার্ষিকীতে শরণখোলা উপজেলা ছাত্রলীগের কর্মসূচীর মধ্যে রয়েছে, দিনব্যাপী কালোব্যাজ ধারণ, বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও বাদলের মাজারে পূষ্পমাল্য অর্পণ ও সকালে উপজেলা সদরের রায়েন্দা পাইলট হাইস্কুল মাঠে স্মরণসভা।

বিগত ১৯৯২সালের ৯ জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগের তৎকালিন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদ মনিরুজ্জামান বাদল ঢাকায় আততায়ির গুলিতে শহীদ হন। এদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে ছাত্রলীগের পূনর্মিলনী অনুষ্ঠান চলাকালে কতিপয় দুষ্কৃতকারী মঞ্চ থেকে বাদলকে ডেকে নিয়ে সামছুন্নাহার হলের সামনে নির্মমভাবে গুলি করে হত্যা করে।

(এমআই/এসপি/জানুয়ারি ০৯, ২০১৮)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test