E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কেন্দুয়ায় দুই পক্ষের সংঘর্ষে ১০ কৃষক আহত

২০১৮ জানুয়ারি ০৯ ১৯:০১:৪৪
কেন্দুয়ায় দুই পক্ষের সংঘর্ষে ১০ কৃষক আহত

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি : সেচের মেশিন চালু করার ঘটনাকে কেন্দ্র করে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার টেংগুরী গ্রামের দুই পক্ষের সংঘর্ষে উভয় পক্ষে অনন্ত ১০ জন কৃষক আহত হয়েছে। 

আহতদের মধ্যে আশংকা জনক অবস্থায় মোহাম্মদ, বুলবুল, ইমরান, রোমান, জামাল, বাদল ও কামরুলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার বিকালে এ ঘটনাটি ঘটে পৌর এলাকার টেংগুরী পূর্ব পাড়ার মহল্লায়।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সেচ মেশিনের অংশীদারিত্ব নিয়ে টেংগুরী পূর্বপাড়ার পৌর কাউন্সিলর মজিবুর রহমান ও তার লোকজনদের সঙ্গে একই মহল্লার আরশ উল বারী ও তার লোকজনদের মধ্যে পূর্ব থেকেই জমিতে সেচ দেওয়ার বিষয়টি নিয়ে বিরোধ চলে আসছিল।

সোমবার মেশিনটি মেশিনটি আরশ উল বারীর লোকজন চালু করতে গেলে প্রতিপক্ষের মজিবর ও তার লোকজন তাতে বাঁধা প্রদান করে। এক পর্যায়ে উভয় পক্ষের কৃষকরা সংঘর্ষে জড়িয়ে পড়লে রক্তক্ষয়ী সংঘর্ষে অনন্ত ১০ জন আহত হয়।

আহতদেরকে উদ্ধার করে প্রথমে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ৬ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।

কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মো: সিরাজুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করে মঙ্গলবার সমকালকে বলেন, এ ঘটনায় এখনও থানায় কোন লিখিত আসেনি। অভিযোগ পেলেই থানায় মামলা নেওয়া হবে।

(এসবি/এসপি/জানুয়ারি ০৯, ২০১৮)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test