E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

যাত্রীকে ইভটিজিং : ঈশ্বরদী রেল পুলিশের ২ কনেষ্টবল ক্লোজড

২০১৮ জানুয়ারি ০৯ ১৯:১০:১৯
যাত্রীকে ইভটিজিং : ঈশ্বরদী রেল পুলিশের ২ কনেষ্টবল ক্লোজড

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ঈশ্বরদী জংশন ষ্টেশনে সুন্দরী তরুণী যাত্রীকে ইভটিজিং এর ঘটনায় ঈশ্বরদী রেলওয়ে থানা পুলিশের ২ কনেষ্টবলকে ক্লোজড করা হয়েছে। মঙ্গলবার বিকেলে ঈশ্বরদী বৃহত্তর জংশন ষ্টেশনে এই ঘটনা ঘটে।

অভিযুক্ত পুলিশ সদস্যরা হলো সাজ্জাদ (১০৭৮) ও অসীম (১০৭৯)।

ট্রেনযাত্রী এ্যাডভোকেট শাম্মী আক্তার জানান, আন্ত:নগর রূপসা এক্সপ্রেস ট্রেনে ঈশ্বরদী হতে বিরামপুর যাওয়ার উদ্দেশ্যে তিনি তাঁর মেয়ে ও ছেলেকে নিয়ে ২ নম্বর প্লাটফর্মে অপেক্ষা করছিলেন। ট্রেন লেট থাকায় তারা দীর্ঘসময় প্লাটফর্মে বসেছিলেন। মঙ্গলবার বিকেল ৫টার দিকে এসময় ২জন তরুণ বিভিন্নভাবে তাঁর মেয়েকে লক্ষ্য করে ইশারা ও অংগভঙ্গি করছিল।

তিনি বলেন, একসময় ওই লাইনে একটি লোকাল ট্রেন এলে ওই ২ জন ট্রেনের কামরায় উঠে মোবাইলে তাঁর মেয়ের ছবি তোলে। তিনি তৎক্ষনাত প্রতিবাদের উদ্দেশ্যেতাদের দিকে এগিয়ে গেলে ওই ২ জন পাশেই জিআরপি থানার মধ্যে ঢুকে পড়ে। এই অবস্থায় তারা থানায় ঢুকে পড়লেও মা শাম্মী আক্তারকে পুলিশ থানায় ঢুকতে বাধথা প্রদান করে। এক পর্যায়ে সেন্ট্রি শাম্মী আক্তারের সাথে দুর্ব্যবহার করেছে বলে অভিযোগ করেন।

এসময় শাম্মী আরো জানান, ওই সেন্ট্রি তাকে ঢুকতে না দিয়ে বলেন, এ ধরণের কেউ থানায় প্রবেশ করেনি। শাম্মী জানান, অথচ সেসময় ওই ২ জন থানার ভেতরে চেয়ারে বসে ছিল। ঘটনার প্রতিবাদ করেও কোন ফল না পাওয়ায় স্থানীয় লোকজন এগিয়ে আসে এবং এক পর্যায়ে থানার অফিসার ইনচার্জকে খবর দেন। অফিসার ইনচার্জ রুহুল আমিন খান থানায় এসে যাত্রী এবং উপস্থিত মানুষের অভিযোগ শুনে তাৎক্ষনিক ঘটনা তদন্ত করেন এবং ওই ২ পুলিশকে ক্লোজড করেন।

ক্লোজড হওয়া ওই ২ পুলিশ সদস্যদের সৈয়দপুর রেলওয়ের পুলিশ লাইনে পাঠানো হবে বলে অফিসার ইনচার্জ রুহুল আমিন খান নিশ্চিত করেছেন।

(এসকেকে/এসপি/জানুয়ারি ০৯, ২০১৮)

পাঠকের মতামত:

২২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test