E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘দেশ গড়ায় নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে’ 

২০১৮ জানুয়ারি ১০ ১৮:০২:০৯
‘দেশ গড়ায় নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে’ 

কিশোরগঞ্জ প্রতিনিধি : প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম হয়েছিল বলেই এদেশ বিদেশি শাসনের কবল থেকে মুক্তি পেয়েছে। দেশ গড়ার কাজে তরুণ প্রজন্মই জাতির প্রাণশক্তি। কাজেই দেশ গড়ায় নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে।

কিশোরগঞ্জে রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজের উদ্যোগে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কলেজের নবাগত ছাত্রদের বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বুধবার দুপুরে মেডিকেল কলেজের মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপষ্টো গওহর রিজভী।

মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আ ন ম নওশাদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের স্ত্রী ও মেডিকেল কলেজের চেয়ারম্যান মিসেস রাশিদা হামিদ।

এ সময় উপস্থিত ছিলেন- কিশোরগঞ্জ জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন বিশ্বাস, রাষ্ট্রপতির ছেলে ও মেডিকেল কলেজের পরিচালক রাসেল আহমেদ তুহিন, জেলা বিএমএ সভাপতি ডা. মাহবুব ইকবাল, সাধারণ সম্পাদক ডা. আবদুল ওয়াহাব বাদল ও জেলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. রমজান মাহমুদ প্রমুখ।

(ওএস/এসপি/জানুয়ারি ১০, ২০১৭)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test