E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

বদলে যাচ্ছে পাথরঘাটা

২০১৮ জানুয়ারি ১০ ১৯:০৭:২১
বদলে যাচ্ছে পাথরঘাটা

অমল তালুকদার, পাথরঘাটা (বরগুনা) : উন্নয়নের ছোয়ায় বদলে যাচ্ছে বরগুনার পাথরঘাটা। দেশের দক্ষিন জনপদের একসময়ের অবহেলিত পাথরঘাটা ছিল পটুয়াখালী জেলার অন্তর্গত একটি থানা মাত্র। কালের পরিক্রমায় পটুয়াখালী থেকে নতুন জেলা হয় বরগুনা। এরপর বঙ্গোপসাগর থেকে উঠে আসা শাখা নদী বিষখালীর তিরে গড়ে ওাঠা সেই ছোট্ট পাথরঘাটা এখন ছড়িয়েছে নতুন শাখা-প্রশাখা। বরগুনা জেলার একটি থানা থেকে পাথরঘাটা এখন প্রশাসনিক উপজেলা এবং পৌরসভায় উন্নীত হয়েছে।

বিগত সরকারগুলোর আমলে এখানে অবকাঠামো কিংবা আর্থসামাজিক কোনো সেক্টরেই তেমন উল্লেখযোগ্য উন্নয়ন ঘটেনি। বর্তমান সরকারের আমলে চোখে পরার মত অসংখ্য উন্নয়ন হয়েছে এবং বর্তমানে বেশ’কটি উন্নয়নমুলক কাজ চলমান রয়েছে। নদী আর খালে টাবুরে নৌকায় চলাচল করতে গিয়ে জীবনের অর্ধেক সময় চলে গেছে পথে-পথে।

সাবেক যোগাযোগ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু দুর্ভাগা এই জনগোষ্ঠীর জন্য যেনো আশির্বাদ বয়ে আনলেন। অসংখ্য ছোট-বড় শাখা খালের উপরে বেইলী ব্রিজ দিয়ে সংযোগ ঘটালেন ঢাকা-পথরঘাটা সড়ক পথের।এরপর তর-তর করে বদলে যেতে থাকলো পাথরঘাটা। সাগরের আহরিত মাছ জেলেরা পাথরঘাটা পাইকারী বাজার বিএফডিসি মার্কেটে অবতরনের সাথে সাথেই সড়কপথে তা পৌছে যাচ্ছে এখন দেশের নানা অঞ্চলে।

বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) মার্কেটটিও গড়ে উঠেছে এই পাথরঘাটায়। ঢাকা-পাথরঘাটার পরে বন্দর নগরি চট্টগ্রাম,শিল্প নগরি খুলনা,বিভাগীয় শহর বরিশাল,রাজশাহী সহ নাটোর,যশোর এবং সমুদ্র বন্দর মংলা-পায়রার সাথে পাথরঘাটার সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হয়েছে। শুধুমাত্র বিষখালী-বলেশ্বর নদী দু’টিতে ফেরী সার্ভিস অনেকটা চলার গতিকে থামিয়ে দিচ্ছে। বাকি রয়েছে এই নদী দুটিতে সেতু নির্মান।

পাথরঘাটার গ্রামে-গ্রামে চলছে বিদ্যুতায়নের কাজ। চলছে নানামুখি উন্নয়ন। দুরপাল্লার বাস-ট্রাক চলতে এখন জরুরী রাস্তা প্রশস্ত করন। সম্প্রতি চরখালী থেকে পাথরঘাটা হয়ে পাথরঘাটার হরিণঘাটা পর্যটনকেন্দ্র পর্যন্ত রাস্তা প্রশস্তকরন ও উন্নয়নের লক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রীসভায় একনেকে একটি মেগা প্রকল্পর অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পা

থরঘাটার একটি জনসভায় স্থানীয় সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন বলেছেন দু’বছরের মধ্যে আর পাথরঘাটায় কোনো কাচা রাস্তা থাকবেনা। পাথরঘাটা পৌরশহর সংলগ্ন বিষখালী নদীর তিরে চলছে বঙ্গবন্ধু রিভারভিউ এর উন্নয়নের কাজ। অপরদিকে ৬নং ওয়ার্ড কাউন্সিলর মোস্তাফিজুর রহমান সোহেলের উদ্যোগে চলছে সৌন্দর্য্য বর্ধনের কাজ। ওই ওয়ার্ডে একবার ঘুড়ে এলে প্রমান মিলবে পাথরঘাটা কতটা আধুনিক হতে চলেছে।পৌরশহরের বেশকিছু রাস্তা সংস্কার নাহওয়ায় মানুষ মেয়রের প্রতি ক্ষুব্দ রয়েছেন বলে পৌরবাসীদের সাথে কথা বলে জানা গেছে।

অচিরেই তা সংস্কার হবে বলে জানান পৌর মেয়র আনোয়ার হোসেন আকন। এই এলাকার মেয়ে বরগুনা-ঝালকাঠী সংরক্ষিত আসনের সংসদ সদস্য নাছিমা ফেরদৌসি। তিনিও বিদ্যুৎ সহ নানা রাস্তাঘাটের উন্নয়নের লক্ষে কাজ করছেন। দু’দুজন সংসদ সদস্য মিলে বেশকিছু গ্রাম ইতিমধ্যেই পল্লীবিদ্যুতের আওতায় এনেছেন। এখন চলছে ঘরে ঘরে বিদ্যুতায়নের কাজ। উপজেলা পরিষদ চত্বরে চলছে বিশাল ভবন নির্মানের কাজ।

উপজেলা নির্বাহী অফিসার এর ঝুকিপূর্ন পুরাতন ভবন সহ অন্যান্য কর্মকর্তাদের নতুন এবং বর্ধিত ভবনের কাজ চলছে। ম্যাজিস্ট্রেট আদালতের কাজ চলছে কে.এম মাঃ বিদ্যালয় সংলগ্ন অস্থায়ী একটি বিল্ডিংয়ে। উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন এসব উন্নয়নের জন্য রাতদিন কাজ করে যাচ্ছেন বলে জানালেন।

আর উপজেলা পরিষদ থেকে আরও বাজেট দেয়া হয়েছে নানা রাস্তাঘাট উন্নয়নের জন্যে। পাথরঘাটা পৌরশহরের প্রবেশ দ্বার তালতলা বাসষ্ট্যান্ডের গোলচত্বরের একটি স্থাপনায় বঙ্গবন্ধুর ছবি শোভা পাচ্ছে। রয়েছে দৃষ্টিনন্দন ছোট ছোট যাত্রীছাউনী। রাস্তার মোড়ে-মোড়ে টাইলস দিয়ে তৈরী বেঞ্চি।খুব শিগ্রই উদ্ভোধন হবে বঙ্গবন্ধু রিভারভিউ। এখানে ভ্রমন পিপাসু মানুষ বিনোদনের জন্য এখন-ই ছুটে আসতে শুরু করেছে।সবমিলিয়ে বদলে যাচ্ছে উপকূলীয় এই পাথরঘাটা জনপদ।বদলে যাচ্ছে তাদের জীবন ও মানও।স্বনির্ভর হচ্ছে পিছিয়ে পরা জনগোষ্ঠী।

(এটি/এসপি/জানুয়ারি ১০, ২০১৭)

পাঠকের মতামত:

২৩ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test