E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চোর সন্দেহে পিটিয়ে হত্যা

মির্জাপুরে রুবেল হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে অবরোধ

২০১৪ জুলাই ০৪ ১৪:৪৬:৪৪
মির্জাপুরে রুবেল হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে অবরোধ

টাঙ্গাইল প্রতিনিধি : রিকসা চালক রুবেল হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ ও মানব বন্ধন করে বিক্ষোভ এবং প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসি। শুক্রবার টাঙ্গাইলের মির্জাপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন ডোকলাহাটি গ্রামে এ কর্মসূচী পালন করেছে, সন্ত্রাসীদের হাতে নিহত রিকসা চালক রুবেলের পরিবার ও এলাকাবাসি।

নিহত রুবেলের স্ত্রী রেনু বেগম ও ভাই ইকবাল অভিযোগ করেন, বানিয়ারা গ্রামের দ্রব, রিফাত, বিপ্লব, জিহাদ, নিরব, আবিরসহ ১০/১২ জন সন্ত্রাসী মিলে পুর্ব শত্রুতার জের ধরে গতকাল বৃহস্পতিবার রুবেলকে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। হত্যার পর তারা আবার রুবেলের পরিবারকে প্রাণ নাশের হুমকি দিয়ে যাচ্ছে । এ ব্যাপারে মির্জাপুর থানায় হত্যা মামলা হলেও পুলিশ রহস্যজনক কারণে আসামীদের গ্রেফতার না করায় ফুসে উঠেছে এলাকাবাসি।

এ দিকে শুক্রবার বিক্ষুদ্ধ এলাকাবাসি হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে প্রথমে বানিয়ারা বাজারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে। পরে বিক্ষোভকারীরা মিছিল নিয়ে ঢাকা-টাঙ্গাইল মজহাসড়ক অবরোধ করে মানব বন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করে । এ সময় মহাসড়কের দুইপাশে তীব্র যানজটে সৃষ্টি হয়ে হাজার হাজার যাত্রীদের চরম দুর্ভোগের শিকার হতে হয়। সকাল সাড়ে দশটা থেকে দুপুর ১২ টা পর্যন্ত তারা এ কর্মসুচী পালন করে। পরে মির্জাপুর থানা ও হাইওয়ে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হত্যাকারীদের গ্রেফতারের আশ্বাস দিলে কর্মসুচি সমাপ্ত করে বিক্ষোভকারীরা।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার সকালে বানিয়ারা গ্রামের রুবেলকে চোর সন্দেহে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়।

(এমএনইউ/জেএ/জুলাই ০৪, ২০১৪)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test