E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Transcom Foods Limited
Mobile Version

লোহাগড়ায় মিনিস্টার-মাইওয়ানের শোরুম উদ্বোধনে ফেরদৌস

২০১৮ জানুয়ারি ১২ ১৮:৪০:২৮
লোহাগড়ায় মিনিস্টার-মাইওয়ানের শোরুম উদ্বোধনে ফেরদৌস

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া বাজারে মিনিস্টার-মাইওয়ান ইলেকট্রনিক্সের ৯৪তম শোরুম উদ্বোধন করলেন দুই বাংলার জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। গতকাল শুক্রবার বিকেল চারটার সময়ে বাজারের ভুঁইয়া মার্কেটে এটি উদ্বোধন করা হয়। ফেরদৌস এ কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর। 

উদ্বোধনের সময়ে আরো উপস্থিত ছিলেন মিনিস্টার হাইটেক পার্ক ও মাইওয়ান ইলেকট্রনিক্সের বিভাগীয় মহাব্যবস্থাপক মো. আশরাফুজ্জামান, বিভাগীয় ব্যবস্থাপক মো. তুহিন ইসলাম, শোরুমের স্থানীয় বিনিয়োগকারী ওমর ফারুক ও সৈয়দ তাজমুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফকির মফিজুল হক, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম মুন প্রমুখ।

ফেরদৌস বলেন, মিনিস্টার ফ্রিজ দেশীয় পণ্য। দেশী পণ্য কিনে হোন ধন্য। এ ফ্রিজ শুধু দেখতেই নয়, মানেও ভালো। মহাব্যবস্থাপক মো. আশরাফুজ্জামান বলেন, একমাত্র এই ফ্রিজ দিচ্ছে কম্প্রেশারের ১২ বছরের গ্যারান্টি। চলচিত্র নায়ক ফেরদৌসের আগমনকে কেন্দ্র করে শো-রুমের সামনে লোকে লোকারণ্য হয়ে পড়ে। এসময় লোকজনকে সামলাতে পুলিশকে হিমসিম খেতে হয়।

(আরএম/এসপি/জানুয়ারি ১২, ২০১৮)

পাঠকের মতামত:

১৪ নভেম্বর ২০১৮

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test