Occasion Banner
Mobile Version

গোবিন্দগঞ্জে ইয়াবাসহ গ্রেফতার ২

২০১৮ জানুয়ারি ১৩ ১৭:৩২:১৪
গোবিন্দগঞ্জে ইয়াবাসহ গ্রেফতার ২

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গোবিন্দগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে ২৩ পিস ইয়াবাসহ তারেক (৩৩) ও বাসুদেব (৩২) নামের এ্যাপেক্সের দুই কর্মকর্তাকে গ্রেফতার করেছে।     

থানা সূত্রে জানা গেছে, গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান পিপিএম এর নির্দেশে থানার এস আই শফি(২) ও সঙ্গীয় ফোর্স শুক্রবার রাতে গোবিন্দগঞ্জে হীরক সিনেমা হলের সামনে পাম্পের পাশে এ্যাপেক্স গ্রুপের কর্মকর্তা কর্মচারীদের একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে ইয়াবা সেবনরত অবস্থায় ২৩ পিস ইয়াবা সহ এ্যাপেক্স অর্গানিক সয়া ইন্ডাস্ট্রিজ লিমিটেডের দুই কর্মকর্তা এ্যাডভোকেট তারেক (৩৩) ও বাসুদেব (৩২) কে হাতে নাতে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত তারেক (৩৩) মানিকগঞ্জ জেলার সিংরাইল থানার গৌরডাঙ্গী গ্রামের আলী হোসেনর ছেলে ও বাসুদেব (৩২) মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ী থানার সবদুল গ্রামের বাবু নিখিলাসের ছেলে।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইন চাজর্ (ওসি) বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত ব্যক্তিরা দীর্ঘদিন থেকে ইয়াবা সেবন ও বিক্রি করে আসছিল।

(এসআরডি/এসপি/জানুয়ারি ১৩, ২০১৮)

পাঠকের মতামত:

২১ আগস্ট ২০১৮

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test