E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

লঞ্চমালিকদের সতর্ক করলেন নৌপরিবহন মন্ত্রী

২০১৪ জুলাই ০৪ ১৬:২৯:৪১
লঞ্চমালিকদের সতর্ক করলেন নৌপরিবহন মন্ত্রী

মাদারীপুর প্রতিনিধি : আসন্ন ঈদে লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে লঞ্চমালিকদের সতর্ক করেছেন  নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান।

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মাদারীপুরে শকুনী লেকে রুই জাতীয় মাছের পোনা অবমুক্তির অনুষ্ঠানে শুক্রবার সকাল ১১টার দিকে এ কথা বলেন মন্ত্রী।

ঈদে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে নৌপরিবহন মন্ত্রণালয়ের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে নৌপরিবহন মন্ত্রী বলেন, ‘ঢাকা থেকে দক্ষিণাঞ্চলে যেসব যাত্রী যাতায়াত করেন তাদের যাত্রাপথ সুগম করতে বিভিন্ন পদক্ষেপ হাতে নেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘সদর ঘাট থেকে লঞ্চে যেন অতিরিক্ত যাত্রী বোঝাই না করে, সে জন্যে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। সেখানে ম্যাজিস্ট্রেট,পুলিশ, র্যা ব ও আনছারসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হবে। সেখানে স্কাউট ও বিআইডাব্লিউটিসির কর্মকর্তারা উপস্থিত থেকে যাত্রী সেবা তদারকি করবেন। অনিয়ম করলেই তাৎক্ষনিক কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

মন্ত্রী আরও বলেন, ‘এবারের ঈদে প্রত্যেকটি লঞ্চ ডাবল ট্রিপ দেবে। ফলে যাত্রীদের দ্রুত ও বাড়তি সেবা দেওয়া যাবে। আমাদের নতুন স্টিমার এমভি বাঙালি দিয়েও যাত্রী পারাপার করা হবে। আরও একটি স্টিমার নির্মাণ কাজ চলছে। আশা করছি, সেটি আগামী কোরবানি ঈদের আগে নদীতে নামাতে পারব। এছাড়া মাওয়া-কাওড়াকান্দি ও দৌলতদিয়া-পাটুরিয়া ঘাট দিয়ে যারা যাতায়াত করেন তাদের জন্যে আগামী ১৮ জুলাই আরও ৩টি নতুন ফেরি নামানো হবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আব্দুস সালাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক জিএসএম জাফর উল্লাহ, পুলিশ সুপার খোন্দকার ফরিদুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যনা পাভেলুর রহমান শফিক খান, ভাইস চেয়ারম্যান সাহাবুদ্দিন হাওলাদার ও সাবেক পৌর মেয়র চৌধুরী নূরুল আলম বাবু। অনুষ্ঠান শেষে মন্ত্রী মাদারীপুরে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যোগ দেন।

(ওএস/এটিআর/জুলাই ০৪, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test