E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে বাগেরহাটে শিক্ষকদের মানবন্ধন

২০১৮ জানুয়ারি ১৪ ১৬:১৬:৩০
শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে বাগেরহাটে শিক্ষকদের মানবন্ধন

বাগেরহাট প্রতিনিধি : শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে ৯টি শিক্ষক- কর্মচারী সংগঠন যৌথ ভাবে রবিবার সকালে বাগেরহাটে মানবন্ধন, বিক্ষোভ ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন। 

সকালে বাগেরহাট প্রেসক্লাবের সামনে দু’ঘন্টা ধরে চলা মানবন্ধনে শিক্ষক- কর্মচারী সংগ্রাম কমিটির নেতারা তাদের বক্তব্যে ২২ জানুয়ারীর মধ্যে তাদের দাবি মানা না হলে বেসরকারী স্কুল, কলেজ, কারিগরী ও মাদ্রাসার শিক্ষক- কর্মচারীরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অবিরাম ধর্মঘট পালনের ঘোষনা দেন।

মানববন্ধনে বাংলাদেশ শিক্ষক সমিতি, কলেজ শিক্ষক সমিতি, কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, কারিগরি কলেজ শিক্ষক সমিতিসহ মোট নয়টি সংগঠনের নের্তৃবৃন্দ অংশ নেন।

দাবিগুলোর মধ্যে রয়েছে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করা, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ন্যায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারিদের ৫ ভাগ বার্ষিক প্রবৃদ্ধি উৎসব, বাড়ী ভাড়া, চিকিৎসা ভাতা, অনুপাত প্রথা বিলুপ্ত করে সহকারি সহযোগি অধ্যাপক ও অধ্যাপক পদে পদোন্নতি দেওয়াসহ ১১ দফা দাবি রয়েছে।

বাগেরহাট প্রেসক্লাবের সামনে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, বাগেরহাট জেলা শিক্ষক- কর্মচারী সংগ্রম কমিটির সভাপতি শেখ আ. মান্নান, সমন্বয়কারী মুকুন্দ দাস, মো. আ. আলীম, আনসার আলী আকন, আলী আহমেদ গাজী, অবনী মোহন বসু, সরদার জালাল উদ্দিন, হুমায়ুন কবির, হরিচাঁদ বিশ্বাস, এসএম ফরিদ আহমেদ, লুৎফর রহমান, শেখ ইলিয়াস হোসেন, নজরুল ইসলাম, ঝিমি মন্ডলসহ শিক্ষক-কর্মচারী নেতারা।

মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যলয়ে গিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেন শিক্ষক- কর্মচারী সংগ্রম কমিটির নেতারা।

(এসএকে/এসপি/জানুয়ারি ১৪, ২০১৮)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test