E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Transcom Foods Limited
Mobile Version

মাদারীপুরে শিক্ষক-কর্মচারীদের বিক্ষোভ মিছিল

২০১৮ জানুয়ারি ১৪ ১৭:১৩:৩৯
মাদারীপুরে শিক্ষক-কর্মচারীদের বিক্ষোভ মিছিল

মাদারীপুর প্রতিনিধি : শিক্ষা জাতীয়করণসহ ১১ দফা দাবিতে রবিবার মাদারীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও স্মারকলিপি পেশ করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি ও শিক্ষক কর্মচারী সংগ্রাম কমিটির মাদারীপুর জেলা শাখার সদস্যরা।

সমাবেশে শিক্ষকরা জানান, শিক্ষক-কর্মচারীদের বার্ষিক ৫ শতাংশ প্রবদ্ধি, বৈশাখী ভাতা, পূণাঙ্গ উৎসব ভাতা, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা প্রদানসহ ন্যায়সঙ্গত দাবী বাস্তবায়নের লক্ষে সকাল ১১টায় মাদারীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে।

এ সময় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতির মাদারীপুর জেলা শাখার সভাপতি সৈয়দ আকমল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস মিয়া, শিক্ষক কর্মচারী সংগ্রাম কমিটির সভাপতি হুমায়ুন কবির, বাংলাদেশ শিক্ষক সমিতির সদর উপজেলার সভাপতি খলিলুর রহমান হাওলাদার, সাধারণ সম্পাদক কাজী ওবায়দুর রহমান প্রমুখ।

সভায় কালকিনি, শিবচর ও রাজৈর উপজেলার শিক্ষক নেতারা বক্তব্য রাখেন। পরে শিক্ষক নেতারা ১১ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম কাছে প্রদান করেন।


(এএসএ/এসপি/জানুয়ারি ১৪, ২০১৮)

পাঠকের মতামত:

১৫ নভেম্বর ২০১৮

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test