E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফারুক হত্যা চেষ্টা : তিন আসামির রিমান্ড মঞ্জুর

২০১৮ জানুয়ারি ১৬ ১৬:৩৮:০৬
ফারুক হত্যা চেষ্টা : তিন আসামির রিমান্ড মঞ্জুর

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরার দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সখীপুর ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন রতন হত্যা চেষ্টা মামলায় গ্রেফতারকৃত দু’ শিবির নেতা ও এক ছাত্রলীগ নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য প্রত্যেককে দু’ দিনের রিমাণ্ড মঞ্জুর করেছে আদালত। 

মঙ্গলবার মামলার তদন্তকারি কর্মকর্তা দেবহাটা থানার পুলিশ পরিদর্শক শরিফুল ইসলামের সাত দিনের রিমাণ্ড আবেদন শুনানী শেষে এ আদেশ দেন বিচারক এমএ জাহিদ। তবে কালিগঞ্জের বন্দকাটি গ্রামের নুরুল মোড়লের রিমাণ্ড মঞ্জুর করেননি আদালত।

রিমাণ্ড মঞ্জুর হওয়া অসামীরা হলেন, দেবহাটা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন, জেলা ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক আব্দুল গফুর ও তালা উপজেলার জালালপুর ইউনিয়ন ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক শিমুল মোড়ল।

মামলার বিবরনে জানা যায়, গত ২ জানুয়ারি রাত সাড়ে ৮টার দিকে সখীপুর থেকে মোটর সাইকেলে বাড়ি ফেরার পথে সখীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে আওয়ামী লীগ নেতা ও সখীপুর ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যার চেষ্টা করা হয়।

এ ঘটনায় আহতের মা মিনা বেগম বাদি হয়ে ৮ জানুয়ারি উপজেলা ছাত্র শিবিরের সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুল আজিজ ও সখীপুরের সাবেক ইউপি চেয়ারম্যান জামায়াতের পৃষ্টপোষক মঈনুদ্দিন ময়নার নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ছয় জনের বিরুদ্ধে থানায় মামলা করেন। পুলিশ পরদিন এজাহারভুক্ত সাদ্দাম হোসেন ও সন্দিগ্ধ আসামী হিসেবে জেলা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক আব্দুল গফুর ও তালা উপজেলার জালালপুর ইউনিয়ন ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক শিমুল মোড়লকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায়।

একই মামলায় কালিগঞ্জের বন্দকাটি গ্রামের মুক্তিযোদ্ধা আরশাদ আলীর ছেলে নুরুল মোড়লকে গত ১১ জানুয়ারি গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়। যদিও গফুর ও শিমুলকে ২ জানুয়ারি সকাল সাড়ে ৮টার দিকে তালা উপজেলার মাগুরা ইউনিয়নের চরগ্রাম পুরাতন মসজিদ থেকে তালা থানার পুলিশ ও ৯ জানুয়ারি দুপুর আড়াইটার দিকে নুরুলকে কালিগঞ্জের কালিকাপুরের নিজস্ব মাছের ঘের থেকে কালিগঞ্জ থানার পুলিশ উদ্দেশ্যপ্রনোদিত ভাবে গ্রেফতার করে বলে বিভিন্ন পত্র পত্রিকায় ছাপা হয়। পরে তাদের চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য পৃথক সাত দিনের রিমাণ্ড আবেদন জানানো হয়।

মামলার তদন্তকারি কর্মকর্তা দেবহাটা থানার পুলিশ পরিদর্শক শরিফুল ইসলাম জানান, তিনজনকে মঙ্গলবার বিকেলেই জিজ্ঞাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হবে।

(আরকে/এসপি/জানুয়ারি ১৬, ২০১৮)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test