E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গৌরীপুরে উপনির্বাচনে তফসিলে দাবি

তফসিলের প্রচারণা নেই, তিন আসনে নেই প্রার্থী 

২০১৮ জানুয়ারি ১৬ ১৮:৩৯:৩৮
তফসিলের প্রচারণা নেই, তিন আসনে নেই প্রার্থী 

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর উপজেলা পরিষদের সংরক্ষিত চারটি আসনে মহিলা সদস্য উপনির্বাচনের প্রচারবিহীন তফসিলের কারণে মনোনয়নপত্র সংগ্রহ করতে না পেরে মঙ্গলবার (১৬জানুয়ারি) উপজেলা নির্বাচন অফিসের সামনে বিক্ষুব্ধ নারীনেত্রীরা বিক্ষোভ ও মানববন্ধন করেছে। পুনঃতফসিল না দিলে বিক্ষুব্ধ নারীনেত্রীরা ভোট বর্জনের ঘোষণা দেন। শুধুমাত্র পৌরসভা, ২নং গৌরীপুর ও বোকাইনগর ইউনিয়ন নিয়ে গঠিত ১নং আসনে ২জন মনোনয়নপত্র সংগ্রহ করার সুযোগ পান। 

অবিলম্বে পুনরায় তফসিল ঘোষণার দাবি জানিয়ে বক্তব্য রাখেন গৌরীপুর পৌরসভার কাউন্সিলার দিলুয়ারা আক্তার, মইলাকান্দার ইউপি সদস্য জেসমিন আক্তার, ২নং গৌরীপুর সদর ইউনিয়নের শামছুন নাহার বেবী, অচিন্তপুর ইউনিয়নের মঞ্জুয়ারা খাতুন, শেফালী আক্তার, খোদেজা খাতুন, মাওহা ইউনিয়নে ফেরদৌসী, সহনাটী ইউনিয়নের শিখা রানী সূত্রধর, মমতাজ বেগম, সখিনা খাতুন, বোকাইনগরের ফেরদৌসী আক্তার, উম্মে কুলসুম, মোছা. ঝরনা আক্তার, রামগোপালপুর ইউনিয়নের নাসরিন আক্তার ফেরদৌসী, ডৌহাখলা ইউনিয়নের রীনা সরকার, ভাংনামারী ইউনিয়নের মাজেদা আক্তার, সিধলা ইউনিয়নের সেলিনা বেগম প্রমুখ।

অচিন্তপুর ইউনিয়নের মঞ্জুয়ারা খাতুন জানান, নির্বাচনের তফসিলের চিঠি মঙ্গলবারও (১৬ জানুয়ারি) ইউনিয়ন পরিষদে পৌঁছেনি। অথচ সোমবারই মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হয়ে গেছে।

পৌর কাউন্সিলার দিলুয়ারা আক্তার জানান, সোমবার সাড়ে ৩টায় তিনি শোনেছেন, মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন, কিন্তু কাগজপত্র সংগ্রহ করে জমা দিতে পারেন নাই।

সহনাটী ইউনিয়নের শিখা রানী সূত্রধর জানান, মনোনয়ন সংগ্রহের সময় শেষ, চেয়ারম্যান ও সচিব আজ মঙ্গলবার মৌখিক জানিয়েছেন এখনও তফসিল আসেনি। অচিন্তপুর ইউনিয়নের অপর প্রার্থী শেফালী আক্তার জানান, সোমবার রাতে খবর পেয়েছেন, মনোনয়নপত্র সংগ্রহের সময় শেষ।

এ বিষয়ে উপজেলা নির্বাচন অফিসার সোমা যাদব জানান, নির্বাচন অফিসের নোটিশ বোর্ডে নোটিশ ঝুলিয়ে দেয়া হয়েছে। প্রচারণার পুরো দায়িত্ব উপজেলা নির্বাহী অফিসারের।

তবে উপজেলা নির্বাহী অফিসারের নোটিশ বোর্ড, ইউনিয়ন পরিষদের কার্যালয় ও নোটিশ বোর্ড, মাইক সেন্টার কোথাও খোঁজেও তফসিলের চিঠি পাওয়া যায়নি। বিনাপ্রচারে মনোনয়নপত্র সংগ্রহের সময় শেষ।

ইউএনও মর্জিনা আক্তার জানান, সোমবার (১৫ জানুয়ারি) নির্বাচন অফিসারের সাথে কথা বলেছেন, তিনি এ বিষয়ে আমাকে আগে কিছুই বলেনি।

ময়মনসিংহের জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো. মাহবুব আলম শাহ্ জানান, যেসব আসনে প্রার্থী পাওয়া যায়নি, সে বিষয়টি উধ্বর্তন কর্তৃপক্ষ জানিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

(এসআইএম/এসপি/জানুয়ারি ১৬, ২০১৮)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test