E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

খাদ্যে বিষক্রিয়ায় একই পরিবারের আট সদস্য অসুস্থ

২০১৮ জানুয়ারি ১৬ ১৮:৪৮:৪৩
খাদ্যে বিষক্রিয়ায় একই পরিবারের আট সদস্য অসুস্থ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে খাদ্যে বিষক্রিয়ায় একই পরিবারের ৮ জন অসুস্থ হয়ে পড়েছে। গত সোমবার রাতে উপজেলার চর হোসেনপুর গ্রামে চন্দন দেবনাথের বাড়িতে এ ঘটনা ঘটে।

জানা যায়, মঙ্গলবার দুপুরে ঘরের দরজা না খুললে প্রতিবেশিরা সন্দেহ প্রকাশ করে। তারপর ঘরের দরজা ভেঙ্গে প্রবেশ ঘরে করলে পরিবারের ৮ জনকেই অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

পরে অজ্ঞান অঞ্জলী দেবী (৬০), চন্দন দেবনাথ (৩৫), পূর্ণতা (৮) , রিয়া (৩০), নয়ন দেবনাথ (৩৫), ইতি (২৮), ধীরেশ (৭৫) ও পুষ্পিতা (৩)) তাদেরকে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা অঞ্জলী, নয়ন ,ইতি ও ধীরেশের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

এরমধ্যে ইতির আবস্থায় গুরুত্বর। ঈশ্বরগঞ্জ উপজেলা হাসপাতালের কর্তব্যরত ডা. শোয়েব জানান ভাতের সাথে চেতনা নাশক ওষুধ খাওয়ানোর ফলে এ ঘটনা ঘটেছে।

স্থানীয়রা ধারণা করছেন ঘরের মালামাল চুরি করার জন্য দুর্বত্তরা এ ঘটনা ঘটিয়েছে।

এ ব্যাপরে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল আলম খান জানান, বিষয়টি শুনেছি তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

(এনআইএম/এসপি/জানুয়ারি ১৬, ২০১৮)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test