E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

মৌলভীবাজারকে জলাবদ্ধতা মুক্ত করতে ফের কোদালিছড়া খনন

২০১৮ জানুয়ারি ১৭ ১৬:৪৩:১০
মৌলভীবাজারকে জলাবদ্ধতা মুক্ত করতে ফের কোদালিছড়া খনন

মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার শহরের দীর্ঘদিনের সমস্য জলাবদ্ধতা দূরীকরণের জন্য কোদালিছড়া খনন কাজ আবারো শুরু হয়েছে । বুধবার খালের ২য় অংশের পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়। শহরবাসীর আশা পূনরায় এই খাল খননের ফলে অল্প বৃষ্টিতে শহরে জলাবদ্ধতার দীর্ঘদিনের সমস্যা থেকে মুক্তি পাবে শহরবাসী। বুধবার মৌলভীবাজার শহর থেকে ২ কিলোমিটার দুরে জগন্নাথপুর গ্রামের উপশহর এলাকার পাশে এই খাল পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

মৌলভীবাজার পৌরসভার কাউন্সিলর আয়াছ আহমদের সঞ্চালনায় ও সদর উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার মো. শাহ জালাল, মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলু রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহীন রহমান, ভাইস চেয়ারম্যান অলিউর রহমান টিপু, কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) সহকারী প্রকৌশলী মোহাম্মদ আরিফুল হক, মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম তাজ। এছাড়া স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) সিলেট বিভাগ ক্ষুদ্রসেচ উন্নয়ন প্রকল্পের অধিনে ও সদর উপজেলা, পৌরসভা ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে খাল খনন প্রকল্পটি বাস্তবায়িত হবে। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ৬৪ লক্ষ টাকা।

এর পূর্বের বাস্তবায়িত প্রকল্পে ব্যয় হয়েছিল ৫১ লক্ষ টাকা, বর্তমানে ৪ কিলোমিটার খাল খনন করা হবে। পরবর্তীতে জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে স্বেচ্ছাশ্রমে খালের বাকী অংশ খনন করা হবে বলে জানিয়েছেন মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান।

এদিকে কোদালিছড়া খাল স্বেচ্ছাশ্রমে খনন ও পরিচ্ছন্নতা অভিযান চালানোর উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন ও মৌলভীবাজার পৌরসভা। এ উপলক্ষে গত বুধবার জেলাশকের সম্মেলন কক্ষে এক প্রস্তুতিমূলক সভায় এমস সিদ্ধান্ত নেওয়া হয়।

সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১০ই ফেব্রুয়ারি স্বেচ্ছাশ্রমে খালটির শহরের উপর দিয়ে যে অংশ প্রবাহিত রয়েছে তা পুনঃখনন ও পরিচ্ছন্নতা অভিযান করবে বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারী-কর্মকর্তারা।

(একে/এসপি/জানুয়ারি ১৭, ২০১৮)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test