E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শ্রমিককে মারপিট

ভোমরা বন্দরে সব সংগঠনের কর্মবিরতি

২০১৮ জানুয়ারি ১৭ ২২:২৭:৫১
ভোমরা বন্দরে সব সংগঠনের কর্মবিরতি

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : ট্রাক মালিক সমিতির চাঁদাবাজি ও এক পরিবহন শ্রমিককে মারধরের ঘটনায় সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর সিএন্ডএফ কর্মচারী এ্যাসোসিয়েশনসহ সকল কর্মচারী সংগঠন তাদের কার্যক্রম বন্ধ রেখে কর্মবিরতি পালন করছে। ফলে বুধবার সকাল থেকে বন্দরের আমদানী-রপ্তানী কার্যক্রম কার্যত ব্যাহত হয়েছে।

ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম জানান, ট্রাক মালিক সমিতির বেপরোয়া চাঁদবাজির প্রতিবাদ করায় মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ট্রান্সপোর্ট শ্রমিক রুস্তুম আলীকে বেদম মারপিট করেন ভোমরা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ তার লোকজন। এরই প্রতিবাদে ভোমরা স্থল বন্দরের সিএন্ডএফ এ্যাসোসিয়েশনসহ বন্দরের সকল সংগঠন এক যৌথ সভায় তাদের সকল কার্যক্রম বন্ধ রেখে কর্মবিরতি পালন করার সিদ্ধান্ত নেয়।

তিনি আরো জানান, এর ফলে বুধবার ভোমরা স্থল বন্দরের আমদানী-রপ্তানী কার্যক্রম কার্যত ব্যাহত হয়েছে।

ভোমরা স্থল বন্দর পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক শওকত হোসেন জানান, ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ যারাই এই মারধরের ঘটনায় জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নেয়া পর্যন্ত এবং ট্রাক মালিক সমিতির বেপরোয়া চাঁদাবাজি বন্ধ না হওয়া পর্যন্ত তাদের এই অনির্দিষ্টকালের কর্মবিরতি চলবে।

ভোমরা স্থল বন্দর শুল্ক স্টেশনের সহকারী রাজস্ব কর্মকর্তা বিকাশ বড়ুয়া জানান, শ্রমিকদের কর্মবিরতির বিষয়টি তার জানা নাই। তবে, বন্দরের আমদানী-রপ্তানী কার্যক্রম প্রতিদিনের ন্যায় যথারীতি চলেছে বলে দাবি করেন তিনি।

(আরকে/এসপি/জানুয়ারি ১৭, ২০১৮)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test