E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মহাদেবপুরে তীব্র শীতে ৩ কোটি টাকার মাছের মৃত্যু

২০১৮ জানুয়ারি ১৮ ১৮:০০:২৪
মহাদেবপুরে তীব্র শীতে ৩ কোটি টাকার মাছের মৃত্যু

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে তীব্রশীতে স্থানীয় এমপির মালিকানাধীন মাহিবাদীঘির প্রায় দুই শ’ মেট্রিকটন পাঙ্গাসসহ বিভিন্ন প্রজাতির মাছ মারা গেছে। মারা যাওয়া মাছ পানির ওপর ভেসে ওঠায় ওই দীঘির চারিপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় পরিবেশ দূষিত হয়ে পড়েছে। এ ঘটনাটি ঘটেছে, বুধবার রাতে উপজেলার চেরাগপুর ইউনিয়নের বড়মহেষপুর গ্রামে। বৃহস্পতিবার সকালে দীঘির মরা মাছগুলো ভেসে ওঠে।

জানা গেছে, মহাদেবপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ ছলিম উদ্দীন তরফদার সেলিম এমপি তাঁর ৩৫ বিঘার নিজস্ব জলাশয় ওই গ্রামের মাহিবাদীঘিতে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছিলেন।

ওই দীঘির তত্বাবধায়ক আজাম উদ্দীন জানান, তীব্রশীতে ২/৩ দিন আগে মাছের শরীরে ঘা দেখা দেয়। মাছের শরীরে ঘা দেখা দেয়ার পর উপজেলা মৎস্য অফিসারের পরামর্শে এ বিষয়ে চিকিৎসা দেয়া হয়। কিন্তু হঠাৎ করে আবারো ওই রোগে আক্রান্ত হয়ে এসব মাছ মরা শুরু করে এবং এক পর্যায়ে দীঘি সব মাছ মারা যায়। প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে এসব পোনা মাছ গত ৪ মাস আগে ওই দীঘিতে ছাড়া হয় বলে তিনি জানান।

দীঘিতে চাষকৃত ২ লাখ চিপ পাঙ্গাস ও ২০ হাজার পিচ মনোসেক্স (তেলাপুয়া) মাছ মারা যায়। বর্তমানে ওইসব প্রতিটি পাঙ্গাস মাছের ওজন ৮শ’ গ্রাম থেকে ১ কেজিতে এবং প্রতিটি তেলাপিয়া ৩শ’ গ্রাম থেকে ৪শ’ গ্রাম পর্যন্ত ওজন হয়েছে। মারা যাওয়া এসব মাছের মোট ওজন প্রায় ২শ’ মেট্রিকটন হবে বলে তত্বাবধায়ক আজাম উদ্দীন জানান। মরে যাওয়া এসব মাছের আনুমানিক মূল্য প্রায় ৩ কোটি টাকা।

এ ব্যাপারে উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা একেএম জামান জানান, তীব্রশীতের ফলে ওই দীঘির মাছগুলোতে ফাঙ্গাল ডিজিজ রোগে আক্রান্ত হয়। দীঘির তত্বাবধায়কসহ মাছ দেকভাল করা অন্যান্য লোকজনের অসচেতনতার ফলে এই মাছ মারা যাওয়ার ঘটনা ঘটেছে।

সংশ্লিষ্ট মৎস্য কর্মকর্তা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষার্থে মরে যাওয়া মাছগুলো দীঘির পানি থেকে তুলে মাটির গর্তে পুঁতে ফেলা কাজ অব্যাহত হয়েছে।

(বিএম/এসপি/জানুয়ারি ১৮, ২০১৮)

পাঠকের মতামত:

০১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test