E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে : ছাত্রলীগ সভাপতি 

২০১৮ জানুয়ারি ২০ ১৭:২১:০৯
মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে : ছাত্রলীগ সভাপতি 

মাদারীপুর প্রতিনিধি : কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেছেন, মাদককে না বলতে হবে। মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে। যেখানেই মাদক সেখানেই প্রতিরোধ গড়ে তুলতে হবে। লক্ষ লাখতে হবে মাদক যেন কোন অবস্থাতেই ছাত্র ও যুব সমাজকে ধ্বংস না করতে পারে আর তার জন্য সবার আগে ছাত্রদের সচেতন হতে হবে।

তিনি বলেন,মাদক মুক্ত সমাজ গঠনে ছাত্রলীগের নেতা কর্মীদের অগ্রনি ভুমিকা রাখতে হবে। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত , মাদক যেন আগামীর ভবিষ্যতকে স্পর্শ করতে না পারে সে দিকে ছাত্রলীগের নেতাকর্মীদের নজর দিতে হবে। মাদারীপুরের শিবচরে সরকারী বরহামগঞ্জ কলেজ নবীণবরণ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্যে দিতে গিয়ে সাইফুর রহমান সোহাগ এ কথা বলেন।

মাদারীপুর-১ (শিবচর)-আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগ পার্লামেন্টারি পার্টির সেক্রেটারী এবং অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি নূর-ই-আলম চৌধুরী বলেন,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি নিজেকে দেশকে নিয়ে না ভেবে নিজেকে নিয়ে ভাবতেন হয়তবা আমরা এরকম একটা বাংলাদেশ পেতাম না। তিনি দেশের জন্য দেশের মানুষের জন্য সবকিছু ত্যাগ করেছেন তাইতো তিনি মহান নেতা।

নবীণবরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা রেজাউল করিম তালুকদার, মাদারীপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মুনির চৌধুরী, শিবচর পৌর মেয়র আওলাদ হোসেন খান, সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) আনোয়ার হোসেন, শিবচর উপজেলা নির্বাহী অফিসার প্রমুখ। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা ছাত্রলীগ সভাপতি জাহিদ হাসান অনিক ও জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক তানভীর প্রমুখ।

এসময় বক্তারা দেশের ক্লান্তিলগ্নে বাংলাদেশ ছাত্রলীগের বিভিন্ন অবদানের কথা তুলে ধরেন। পরে অনুষ্ঠানের প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা ছাত্র-ছাত্রীদের হাতে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই তুলে দেন।

(ওএস/এসপি/জানুয়ারি ২০, ২০১৮)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test