E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সিদ্ধান্ত বাস্তবায়ন আগের চেয়ে বেড়েছে

২০১৮ জানুয়ারি ২২ ১৮:০৩:৩৩
সিদ্ধান্ত বাস্তবায়ন আগের চেয়ে বেড়েছে

স্টাফ রিপোর্টার: সরকারের গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন আগের চেয়ে আশানুরূপ হারে বেড়েছে। জিএনই বা পার ক্যাপিটা গ্রস ন্যাশনাল ইনকামও বেড়েছে। ভালনারেবিলিটি ইনডেস্কেও আমাদের আশানারূপ উত্তরণ ঘটেছে।

সব মিলিয়ে এলডিসি থেকে উন্নয়নশীল দেশ (ডিসি) এবং মধ্যম আয়ের দেশ হবার পথে জোর কদমে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।

সোমবার (২২ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে মন্ত্রিসভার সাপ্তাহিক নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব এন এম জিয়াউল আলম সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করার সময় এসব তথ্য জানান।

এ সময় সাংবাদিকদের তিনি আরও জানান, বাংলাদেশের শীতল পাটি ইউনেস্কোর নির্বস্তুক সাংস্কৃতিক ঐতিহ্য (ইনটেনজিবল কালচারাল হেরিটেজ অফ হিউমিনিটি) হিসেবে স্বীকৃতি লাভ করায় শুভেচ্ছার স্মারক হিসেবে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষে প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ সদস্যবৃন্দ ও সচিবদের শীতল উপহার দেয়া হয়েছে।

তিনি জানান, ‘এলডিসি (স্বল্পোন্নত দেশ) স্ট্যাটাস থেকে ডিসি (উন্নয়নশীল দেশ) স্ট্যাটাসে উত্তরণের ধারা সন্তোষজনক’ বলে বৈঠকে উল্লেখ করা হয়। এব্যাপারে গৃহীত বিভিন্ন কার্যক্রম সর্ম্পকে এ সময় মন্ত্রিসভাকে অবহিত করা হয়। বলা হয়, এলডিসি থেকে উন্নয়নশীল দেশের কাতারে ওঠার জন্য যে তিনটি নির্ণায়ক রয়েছে, সেসবের ওপর ভিত্তি করে সরকার নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে।

পার ক্যাপিটা গ্রস ন্যাশনাল ইনকাম: এর স্ট্যান্ডার্ড হচ্ছে ১২৩০ মার্কিন ডলার। সিপিডির হিসাব অনুযায়ী এ পর্যন্ত আমাদের অর্জন ১২৭২ ডলার এবং বিবিএস’র হিসাব অনুযায়ী ১২৭১ মার্কিন ডলার।

হিউম্যান অ্যাসেস ইনডেক্স: স্ট্যান্ডার্ড হচ্ছে ৬৬ বা তার বেশি। সিপিডির হিসাব অনুযায়ী আমাদের আছে ৭২ দশমিক ৮, বিবিএস’র হিসাবে আছে ৭২ দশমিক ৯।

ইকোনোমিক ভারনারেবিলিটি ইনডেক্স: স্ট্যান্ডার্ড হচ্ছে ৩২ বা তার কম। সিপিডির হিসাবে আমাদের অবস্থান ২৫। বিবিএস’র হিসাবে ২৪ দশমিক ৮।

কাস্টমস দিবস উপলক্ষ্যে ডাক টিকিট অবমুক্তকরণ
২৬ জানুয়ারি আন্তর্জাতিক কাস্টমস দিবস উদযাপন উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাক টিকিট, ১০ টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম, ৫ টাকা মূল্যমানের একটি ডাটা কার্ড ও একটি বিশেষ সিলমোহর উন্মোচন ও অবমুক্ত করেছেন।

মন্ত্রিসভা বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়ন বেড়েছে
২০১৬ সালের ১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test